G.k questions answers in Bengali part-1
- প্রশ্ন: কোন ইউরোপীয় দেশ প্রথম ভারতে বাণিজ্য বিস্তার করে?
উত্তরঃ পর্তুগাল
- প্রশ্নঃ জাপানে কবে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়?
উত্তর: 1945 সালে
- প্রশ্ন: 'ফ্লাইং শিখ' নামে পরিচিত কে?
উত্তরঃ মিলখা সিং
- প্রশ্নঃ সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তরঃ ডঃ ভীম রাও আম্বেদকর
- প্রশ্নঃ রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ
- প্রশ্ন: ভারতের কোন রাজ্য চা উৎপাদনের জন্য পরিচিত?
উত্তরঃ আসাম
- প্রশ্ন: কোনটিকে 'ভারতের ম্যানচেস্টার' বলা হয়?
উত্তরঃ আহমেদাবাদ
- প্রশ্নঃ ইলেক্ট্রন আবিষ্কারকের নাম কি?
উত্তরঃ জে জে থমসন
- প্রশ্নঃ মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন?
উত্তরঃ গভর্নর
- প্রশ্নঃ প্রথম ভারতীয় চলচ্চিত্র 'রাজা হরিশ্চন্দ্র'-এর প্রযোজক কে ছিলেন?
উত্তরঃ দাদাসাহেব ফালকে
- প্রশ্নঃ উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তরঃ অরুণাচল প্রদেশ
- প্রশ্ন: ভারতের কোন রাজ্যে 370 ধারা প্রযোজ্য ছিল?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর
- প্রশ্নঃ আলীগড় কোন পণ্যের জন্য বিখ্যাত?
উত্তর: তালা তৈরি করা
- প্রশ্নঃ 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান কে দেন?
উত্তরঃ সর্দার ভগৎ সিং
- প্রশ্নঃ মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ব্যক্তি কে?
উত্তরঃ তেনজিং নোরগে
- প্রশ্নঃ কোন দেশকে 'উদীয়মান সূর্যের দেশ' বলা হয়?
উত্তরঃ জাপান
- প্রশ্নঃ নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তরঃ মিশরীয় সভ্যতা
- প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ আনন্দমঠ উপন্যাস
- প্রশ্নঃ কোন দেশ প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ
- প্রশ্নঃ ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
উত্তরঃ সমুদ্রগুপ্ত
- প্রশ্ন: অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
উত্তরঃ কর্ণম মল্লেশ্বরী
- প্রশ্নঃ সত্যার্থ প্রকাশ কে রচনা করেন?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।
- প্রশ্নঃ পৃথিবীর গভীরতম গর্ত কোনটি?
উত্তর: মারিয়ানা ট্রেঞ্চ (প্রশান্ত মহাসাগরে)
- প্রশ্নঃ ক্যালকুলেটর কে আবিস্কার করেন?
উত্তরঃ প্যাসকেল
- প্রশ্নঃ কোন শাসক গোয়ালিয়রের দুর্গ নির্মাণ করেছিলেন?
উত্তরঃ সুরজ সেন
- প্রশ্নঃ কোন প্রণালী উত্তর আমেরিকাকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে?
উত্তরঃ বেরিং ওয়াটার ট্রিটি
- প্রশ্ন: প্রাচীন ভারতের প্রাচীনতম বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নাম কী ছিল?
উত্তরঃ তক্ষশীলা
- প্রশ্ন: ভারতে কতটি জাতীয়করণকৃত ব্যাঙ্ক আছে?
উত্তর: 12 (ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সহ)
- প্রশ্নঃ পৃথিবীর মোট জনসংখ্যা কত?
উত্তর: 8 বিলিয়নের বেশি
- প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তরঃ সাহারা মরুভূমি
Set -2
- প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম সমুদ্রসীমার দেশ কোনটি?
উত্তরঃ কানাডা
- প্রশ্ন: ভারত-পাক সীমান্ত রেখাকে কী বলা হয়?
উত্তরঃ র্যাডক্লিফ লাইন
- প্রশ্নঃ ভারতের প্রথম টকি ফিল্ম কোনটি?
উত্তরঃ আলম আরা
- প্রশ্নঃ সবচেয়ে বড় গরু মেলা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ বিহার
- প্রশ্নঃ বিখ্যাত গ্রন্থ অষ্টাধ্যায়ী কে রচনা করেন?
উত্তরঃ মহর্ষি পাণিনি
- প্রশ্ন: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কয়টি দ্বীপ রয়েছে?
উত্তর: 324
- প্রশ্ন: সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়কাল কত?
উত্তরঃ ৬ মাস
- প্রশ্ন: কোন পল্লব শাসক মহাবালিপুরমের রথ মন্দির নির্মাণ করেছিলেন?
উত্তরঃ নরসিংহবর্মণ
- প্রশ্নঃ কোন রাজবংশের শাসকরা খুজরাহোর মন্দির নির্মাণ করেছিলেন?
উত্তরঃ চন্দেল
- প্রশ্ন: ঘানা পাখির অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ রাজস্থান
- প্রশ্ন: আসাম রাজ্যের কোন অভয়ারণ্য এক শিংওয়ালা গন্ডারের জন্য বিখ্যাত?
উত্তর: কাজিরাঙ্গা জাতীয় উদ্যান
- প্রশ্নঃ পৃথিবী থেকে চাঁদের আনুমানিক দূরত্ব কত?
উত্তরঃ 384400 কিমি মি
- প্রশ্নঃ ভারতে আয়কর কে চালু করেন?
উত্তরঃ স্যার জেমস উইলসন
- প্রশ্নঃ চাঁদ থেকে পৃথিবীতে সূর্যের আলো আসতে কত সময় লাগে?
উত্তর: 1.3 সেকেন্ড
- প্রশ্ন: জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞানের স্লোগান কে দেন?
উত্তরঃ অটল বিহারী বাজপেয়ী
- প্রশ্ন: কোন মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে প্রথম কারখানা স্থাপনের অনুমতি দেন?
উত্তরঃ জাহাঙ্গীর
- প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম ডাক ব্যবস্থা কোন দেশে?
উত্তরঃ ভারত
- প্রশ্নঃ সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ জ্যোতিরাও ফুলে
- প্রশ্ন: ভোপাল গ্যাস ট্র্যাজেডি কত সালে সংঘটিত হয়েছিল?
উত্তর: 1984
- প্রশ্ন: 1984 সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডি কোন গ্যাসের লিকেজের কারণে হয়েছিল?
উত্তরঃ মিথাইল আইসোসায়ানেট
- প্রশ্নঃ হুমায়ুননামা গ্রন্থটি কে রচনা করেন?
উত্তরঃ গুলবদন বেগম
- প্রশ্নঃ কোন গুপ্ত শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ কুমারগুপ্ত
- প্রশ্নঃ নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ বিহার
- প্রশ্নঃ শূন্য আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয়?
উত্তরঃ আর্যভট্ট
- প্রশ্নঃ আর্যভট্ট কোন দেশের অধিবাসী?
উত্তরঃ ভারত
- প্রশ্ন: অজন্তা গুহার চিত্রগুলি কোন ধর্মের সাথে সম্পর্কিত?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম
- প্রশ্ন: ভারতে মোট রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তর: 63,974 কিমি
- প্রশ্ন: ভারতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালানো হয় কোন সালে?
উত্তর: 1925 সালে
- প্রশ্নঃ কোন অভয়ারণ্য বন্য হাতির জন্য বিখ্যাত?
উত্তর: পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য
- প্রশ্ন: কোন সালে দূরদর্শনে রঙিন সম্প্রচার শুরু হয়?
উত্তর: 1982 সালে
No comments:
Post a Comment