ষষ্ট শ্রেনির ইতিহাস প্রথম অধ্যায়| ইতিহাসের ধারণা|class 6 history 1St chapter questions answer|
১. প্রাচীন ভারতের সাহিত্য উপাদানকে কয়ভাগে ভাগ করা যায় ?
উত্তর :- দু-ভাগে ।
২. ভারতবর্যের দক্ষিণ অঞ্চলকে কী বলা হত ?
উত্তর :- দাক্ষিণাত্য ।
৩. নদীমাতৃক সভ্যতাগুলি কোথায় গড়ে উঠেছিল ?
উত্তর :- নদীর ধারে ।
৪. ‘মাতৃক’ শব্দটির অর্থ কী ?
উত্তর :- মায়ের মতো ।
৫. প্রথমদিকে আদিম মানুষের অস্ত্রগুলি কেমন ছিল ?
উত্তর :-পাথরের তৈরি ভোঁতা ও ভারী ।
৬. ইতিহাস বুঝতে আর কী জানতে হয় ?
উত্তর :- ভূগোল ।
৭. কোন পশুকে মরুভূমিতে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় ?
উত্তর :- উটকে ।
৮. তোমরা পক্ষীরাজ ঘোড়ার কথা কোথায় পড়েছ ?
উত্তর :- রূপকথার গল্পে ।
৯. ভারতবর্ষের উত্তর অঞ্চলকে কী বলা হত ?
উত্তর :- আর্যাবর্ত ।
১০. ইতিহাস বর্ণনা করার সময় কোন্ বিষয়গুলির ওপর আপাতভাবে জোর দেওয়া হয় ?
উত্তর :- স্থান-কাল-পাত্র ।
১১. শ্রেষ্ঠ কুষাণ সম্রাট কে ছিলেন?
উত্তর: কনিষ্ক ছিলেন কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ।
১২. কনিষ্কাব্দ/শকাব্দ কি?
উত্তর: কনিষ্ক সিংহাসনে বসার পর এক নতুন অব্দ গোনা চালু করেন। সেই অব্দ গনাকে কনিষ্কাব্দ বলে। কনিষ্কাব্দ–এর আর এক নাম শকাব্দ।
১৩. গুপ্তাব্দ বলতে কী বোঝো?
উত্তর: গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত একটা অব্দ গণনা চালু করেন, তাকে গুপ্তাব্দ বলা হয়।
১৪. হর্ষাব্দ চালু করেন হর্ষবর্ধন।
১৫. খ্রিস্টাব্দ কথাটি ব্যবহার করা হয় কবে থেকে?
উত্তর: খ্রিস্টাব্দ কথাটি ব্যবহার করা হয় জিশুখ্রিস্টের জম্মের পর থেকে।
১৬. জাদুঘর কাকে বলে?
উত্তর: মাটির নিচে থেকে পাওয়া পুরোনো ঘরবাড়ির ধ্বংসাবশেষ, মুদ্রা, গয়না, অস্ত্র-সস্ত্র, মূর্তি,শরীরের কঙ্কাল ইত্যাদি এবং মাটির উপরে পাওয়া নানা জিনিস যেমন— রাজা-রানীর পোশাক, অস্ত্র-সস্ত্র, ছবি নানারকম মূর্তি, বইপত্র ইত্যাদি যে ঘরে সংরক্ষণ করে রাখা হয় তাকে জাদুঘর বলে। জাদুঘরকে ইংরেজিতে Museum বলে৷
১৭. ইতিহাসের উপাদানগুলি কি কি?
উত্তর: মাটির নীচের থেকে পাওয়া পুরোনো ঘরবাড়ির ধংসাবশেষ, আসবাবপত্র, মুদ্রা, গয়না, অস্ত্র-সস্ত্র, মূর্তি, শরীরের কঙ্কাল ইত্যাদি জিনিসগুলি পুরোনো দিনের সাক্ষ্য, এই জিনিসগুলিকেই ইতিহাসের উপাদান বলে।
১৮. প্রত্নবস্তু বা পুরাবস্তু কাকে বলে?
উত্তর: পুরোনোদিনের হারিয়ে যাওয়া যেসব জিনিস প্র্থতাত্বিকেরা খুঁজে বের করেন সেগুলিকে বলে প্রত্নবস্তু বা পুরাবস্তু।
১৯. লেখমালা কী?
উত্তর: প্রাচীনকালে পাথরে বা ধাতুর পটে লিপি খোদাই করে লেখা হতো। পাথর বা ধাতুর পটে খোদাইকৃত লিপিগুলিকে লেখমালা বলা হয়।
২০. পাথরের গায়ে খোদাই করা লেখাগুলিকে শিলালেখ বলা হয়৷
২১. প্রশস্তি কাকে বলে?
উত্তর: অনেক শাসক তাদের গুণকীর্তি নিজেরাই খোদাই করে রাখতেন। সেগুলিকে প্রশস্তি বলা হয়।
২২. সম্রাট সমুদ্রগুপ্তের গুণাবলী সম্পর্কে জানতে পারি কিভাবে?
উত্তর: সম্রাট সমুদ্রগুপ্তের গুণাবলী সম্পর্কে জানতে পারি এলাহাবাদ প্রশস্তি থেকে।
২৩. ধর্মভিত্তিক সাহিত্যের একটি উদাহরণ দাও?
উত্তর: বৈদিক সাহিত্য হল ধর্মভিত্তিক সাহিত্য।
২৪. হর্ষচরিত কার লেখা ?
উত্তর: হর্ষচরিত বাণভট্টের লেখা।
২৫. প্রাচীন ভারতের ইতিহাস লেখার তিনটি বিদেশী ভাষা কী কী?
উত্তর: প্রাচীন ভারতের ইতিহাস লেখার তিনটি বিদেশী ভাষা হলো— গ্রীক, রোমান ও চীনা
No comments:
Post a Comment