বাংলাদেশ থেকে গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর| Important questions answer in Bangladesh|General knowledge in Bengali|বাংলাদেশ gk, কুইজ|
1. বাংলাদেশে কখন স্বাধীনতা দিবস পালিত হয়?
উত্তর- ২৬ মার্চ
2. বাংলাদেশের জাতীয় পাখি কোনটি?
উত্তর- প্রাচ্য মেংপাই
3. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
উত্তর- রয়েল বেঙ্গল টাইগার
4. বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
উত্তর- কাঁঠাল
5. বাংলাদেশের জাতীয় গাছ কোনটি?
উত্তর- আম গাছ
6. বাংলাদেশের বিখ্যাত উৎসবগুলো কি কি?
উত্তর- ঈদুল ফিতর, ঈদুল আজহা, মহররম
7. বাংলাদেশের সংসদের নাম কি?
উত্তর- জাতির ঘর
8. বাংলাদেশের জাতীয় ভাষা কোনটি?
উত্তর – বাংলা
9. বাংলাদেশে কয়টি প্রদেশ রয়েছে?
উত্তর- 8
10. বাংলাদেশের মুদ্রা কি?
উত্তরমুখী
11. বাংলাদেশের রাজধানী কি?
উত্তর- ঢাকা
12. বাংলাদেশের সাথে কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে?
উত্তর – 5 পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম
13. বাংলাদেশের জাতীয় গান কোনটি?
উত্তর- আমার সোনার বাংলা
14. বাংলাদেশের জাতীয় গানের রচয়িতা কে?
উত্তর – রবীন্দ্র নাথ ঠাকুর
15. বাংলাদেশের জাতীয় খেলা কি?
উত্তর- কাবাডি
16. বাংলাদেশে কোন ধর্ম সবচেয়ে বেশি?
উত্তর- ইসলাম, হিন্দু
17. বাংলাদেশে কোন শিল্প প্রধান?
উত্তর - তুলা, পাট, চা, কাগজ, সিমেন্ট
18. পূর্বে বাংলাদেশ কার প্রদেশ ছিল?
উত্তর - পাকিস্তানের
19. বাংলাদেশ কবে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন দেশে পরিণত হয়?
উত্তর- 26 মার্চ 1971
20. বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত?
উত্তর - গোলাপী মুক্তার জন্য
21. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর- তিস্তা
22. বাংলাদেশে ব্রহ্মপুত্র নদকে কী বলা হয়?
উত্তর- যমুনা
23. বাংলাদেশে গঙ্গা নদী কী নামে পরিচিত?
উত্তর – পদ্মা
24. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর - অষ্টম দেশ
25. বাংলাদেশের বৃহত্তম বন্দর কোনটি?
উত্তর- চট্টগ্রাম
26. বাংলাদেশের পতাকায় কোন দুটি রং আছে?
উত্তর - লাল এবং সবুজ
27. বাংলাদেশে সুন্দরবনের কত অংশ?
উত্তর- ৬০%
28. বাংলাদেশের মোহাম্মদ ইউনুস কবে শান্তিতে নোবেল পুরস্কার পান?
উত্তর - 2006 সালে
29. ভারতের সাথে কোন দেশের সর্বোচ্চ সীমান্ত রয়েছে?
উত্তর- বাংলাদেশ
30. বাগবন্ধু জাতীয় স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর- ঢাকা
31. শেরে বাংলা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর- মিরপুর
32. বাংলাদেশের জাতীয় ফুল কি?
উত্তর- ওয়াটার লিলি
33. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তর- আব্দুল হামিদ
34. বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর- শেখ হাসিনা
35. বাংলাদেশের সংসদে আসন সংখ্যা কত?
উত্তর- 350টি
36. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর- সুরমা নদী
37. BIMSTEC এর সদর দপ্তর কোথায়?
উত্তর- ঢাকা
38. ভারত ও বাংলাদেশের মধ্যে কোন যুদ্ধ মহড়া হয়?
উত্তর- সম্প্রীতি
39. ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর কোন দেশের ক্রিকেট একাডেমির ব্যাটিং কোচ হয়েছেন?
উত্তর- বাংলাদেশ
40. শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ভারত ও বাংলাদেশ নির্মিত চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তর- শ্যাম বেনেগাল
41. ভারত কোন দেশের সাথে 'ময়নামতি বন্ধুত্ব অনুশীলন' 2019 শেষ করেছে?
উত্তর- বাংলাদেশ
42.একটি চুক্তি অনুসারে, 'ডিডি ইন্ডিয়া চ্যানেল' কোন দুটি দেশে সম্প্রচার করা হবে?
উত্তর- বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া
43. বাংলাদেশের প্রথম লৌহ আকরিক খনি কোন জেলায় আবিষ্কৃত হয়েছে?
উত্তর- দিনাজপুর
44.ভারত ও বাংলাদেশের মধ্যে কোন দুটি ট্রেন চলে?
উত্তর- মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস
45. 23 ফেব্রুয়ারী 1948 সালে পাকিস্তান কোন ভাষাকে সরকারী মর্যাদা দিয়েছিল যা পূর্ব পাকিস্তানের জনগণ বিরোধিতা করেছিল?
উত্তর – উর্দু
46. আওয়ামী লীগ দল কবে গঠিত হয়?
উত্তর - 23 জুন 1949 সালে
47.ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ কবে গুলি চালায়, যাতে বহু ছাত্র মারা যায়?
উত্তর- 1952 সালের 21 ফেব্রুয়ারি
48. কবে বাংলা ভাষাকে সরকারি মর্যাদা দেওয়া হয়?
উত্তর - 1956 সালে
49. ভারতের সহায়তায় পূর্ব পাকিস্তান কবে যুদ্ধে বিজয় লাভ করে?
উত্তর - 1971 সালের 16 ডিসেম্বর
50. বাংলাদেশের প্রাথমিক ফসল কি?
উত্তর- পাট ও ধান
51) বাংলাদেশ সরকারের নাম কি?
– গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।
52) বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?
– উভয়পাশে ধানের শীষ বেষ্ঠিত পানিতে ভাসমান শাপলা ফুল । তার মাথার দিকে পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা ।
53) মুজিবনগর এ স্বাধীনতা ঘোষনা করা হয় কবে ?
– ১০ এপ্রিল ১০৭১
54) স্বাধীন বাংলাদেশ এর প্রথম সরকার গঠিত হয় কত তারিখে ?
– ১০ এপ্রিল, ১৯৭১ সালে ।
55) বাংলাদেশের স্বাধীনতা ঘোষনাপত্র কার্্যকর হয় কত তারিখে ?
– ১০ এপ্রিল ১৯৭১ সালে ।
56) বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা পত্র পাঠ করা হয় কোথায় ?
– মুজিবনগর হতে ।
57) বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা পত্র পাঠ করেন কে ?
– অধ্যাপক ইউসুফ আলী ।
58) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে কব এ?
– ১৭ এপ্রিল ১৯৭১ ।
59) স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ?
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
60) বাংলাদেশ অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
– তাজউদ্দীন আহমেদ ।
61) বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন ?
– জনাব তাজউদ্দীন আহমেদ ।
62) মুজিবনগর সরকারের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ?
– ক্যাপ্টেন মনসুর আলী ।
63) বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্র মন্ত্রী কে ছিলেন ?
– খন্দকার মুশতাক আহমেদ ।
64) মুজিবনগর দিবস কবে ?
– ১৭ই এপ্রিল
65) মুজিবনগর কোথায় অবস্থিত ?
– মেহেরপুরে ।
66) বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি ?
– মুজিবনগর ।
67) প্রবাসী সরকার সচিবালয়ের মুখ্য সচিব কে ছিলেন ?
– রুহুল কুদ্দুস ।
68) প্রবাসী মুজিবনগর সরকারের কার্যালয় কোথায় ছিলো ?
– কলকাতার ৮ নং থিয়েটারে ।
69) বর্তমান মুজিবনগর সরকারের পূর্বনাম কি ছিলো ?
– ভবের পাড়া ।
70) বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা কোনটি ?
– যশোর । ( ৬ ডিসেম্বর )
71) কর্ণেল এম,এম,জি ওসমানীর নেতৃত্বে মুক্তিফৌজ গঠন করা হয় কবে ও কোথায় ?
– ৪ এপ্রিল ১৯৭১ সালে , হবিগঞ্জের তেলিয়া পাড়া চা বাগানে ।
72) ১৯৭১ সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে ?
– এম হোসেন আলী ।
73) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে চরম পত্র পাঠ করতেন কে ?
-এম,আর আখতার মুকুল ।
74) মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশন গঠিত হয় কবে ?
– ৪ আগষ্ট , ১৯৭১ সালে ।
75) বাংলাদেশ-ভারত যোথবাহিনী (মিত্রবাহিনী) গঠিত হয় কবে ?
– ২১ নভেম্বর , ১৯৭১ সালে ।
76) বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করা হয় কবে ?
– ১৫ ডিসেম্বর , ১৯৭৩ সালে ।
77) বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বমোট কতজন বীরত্ব সূচক খেতাব লাভ করেন ?
– ৬৭৬ জন ।
– বীরশ্রেষ্ঠঃ ৭ জন, বীর উত্তমঃ ৬৮ জন , বীর বিক্রমঃ ১৭৫ জন , বীর প্রতীকঃ ৪২৬ জন ।
78) বীর প্রতিক খেতাব প্রাপ্ত বিদেশী ব্যক্তি ?
– একজন । ডাব্লিউ এস ওয়ারল্যান্ড ( অস্ট্রেলিয়ান ) ।
79) মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কোন সাহিত্যিক ‘বীর প্রতীক’ খেতাব পান ?
– আবদুস সাত্তার ।
80) বাংলাদেশ সংবিধান কোন তারিখে গণ পরিষদে গৃহীত হয় ?
– ৪ নভেম্বর, ১৯৭২ ।
81) বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ?
– বেগম রাজিয়া বানু ।
82) কত তারিখে বাংলাদেশ সংবিধান প্রবর্তিত বা কার্যকর হয় ?
– ১৬ ডিসেম্বর, ১৯৭২ ।
83) বাংলাদেশের সংবিধান কত তারিখে সর্বপ্রথম গণ পরিষদে উত্থাপিত হয় ?
– ১২ অক্টোবর, ১৯৭২ ।
84) বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে ?
– শেখ মুজিবুর রহমান ।
85) বাংলাদেশ সংবিধানের অভিভাবক বলা হয় কাকে ?
– সুপ্রিম কোর্ট ।
86) বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা কত জন ?
– ৩৪ জন ।
87) সংবিধানের মূলনীতি কয়টি?
– চারটি ।
88) বাংলাদেশ খসড়া প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
– ড, কামাল হোসেইন ।
89) বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে ?
– আব্দুর রউফ ।
90) বাংলাদেশ সংবিধানের কয়টি ভাগ বা অধ্যায় ?
– এগারো টি ।
91) বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত ?
– ২টি । ( বাংলা , ইংরেজি )
92) বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি ?
– ১০ টি ।
93) বাংলাদেশ সংবিধান কি জাতীয় ?
– দুষ্পরিবর্তনীয় ।
94) বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি ?
– The People’s Republic of Bangladesh .
95) বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ এ ?
– ৬(২) ।
96) ‘শিক্ষার অধিকার’ নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ এ ?
– ১৭ নং অনুচ্ছেদ এ ।
97) সংবিধানের কোন অনুচ্ছেদ টি তুলে দেয়া হয়েছে ?
– ১২ নং অনুচ্ছেদ ।
98) বাংলাদেশ সংবিধানে কয়টি মৌলিক অধিকার রক্ষিত আছে ?
– সাতটি ।
99) জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কত নং অনুচ্ছেদে ?
– ৩২ নং অনুচ্ছেদে ।
100) মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেয়া হয়েছে ?
– ধারা ৪৪ এ ।
101.প্রশ্ন : BFDC কী?
উত্তর: Bangladesh Film Development Corporation বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থ।
102. প্রশ্ন: BFDC কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৫৮ সালে।
103. প্রশ্ন : বাংলাদেশের কোন চলচ্চিত্রে সর্বপ্রথম জাতীয় সংগীত গাওয়া হয়?
উঃ ১৯৭০ সালে জহির রায়হানের নির্মিত জীবন থেকে নেয়া ছবিতে।
104.প্রশ্ন : এফ. ডি. সিতে নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
উ : জাগো হুয়া সাভেরা।
105. প্রশ্ন : মনপুরা ৭০’ কী?
উ : শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা একটি চিত্রকর্ম।
106. প্রশ্ন : শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা বিখ্যাত চিত্রকর্ম কী কী?
উ : ম্যাডানো-৪৩, সংগ্রাম, মন ৭০, গায়ের বধূ, নবান্ন, মইটানা, পাইন্যারমা প্রভৃতি।
107. প্রশ্নঃ বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন?
উ : ওস্তাদ আয়াত আলী খান।
108. প্রশ্ন :বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতির গায়ক কে কে?
উ : আব্বাস উদ্দিন ও আবদুল আলীম।
109. প্রশ্ন :বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য শিল্পী কে?
উ : বুলবুল চৌধুরী।
110. প্রশ্ন :বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে?
উ : শিল্পাচার্য জয়নুল আবেদীন।
111. প্রশ্নঃ বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর কে?
উঃ জুয়েল আইচ।
112. প্রশ্নঃ বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে?
উঃ শামীম শিকদার।
113. প্রশ্ন :বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে?
উঃ অলক রায়।
114. প্রশ্ন :বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট কে?
উ : রনবী (রফিকুন্নবী)।
115. প্রশ্ন :বাংলাদেশের বিশিষ্ট লালন গীতি গবেষক কে?
উ : ড. আশরাফ সিদ্দিকী।
116. প্রশ্ন :বাংলাদেশের সুর সম্রাট বলা হয় কাকে?
উঃ ওস্তাদ আলাউদ্দীন খাকে।
117. প্রশ্ন : বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
উঃ সিলেট অঞ্চলের।
118. প্রশ্ন : বাংলা সাহিত্যে বিখ্যাত ১৪০০ সাল কবিতাটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
119. প্রশ্ন : রংপুর, রাজশাহী অঞ্চলের বিখ্যাত নৃত্য কোনটি?
উঃ ঝুমুর নৃত্য।
120. প্রশ্ন : খুলনা, ফরিদপুর ও যশোর অঞ্চলের বিখ্যাত নৃত্য কোনটি?
উঃ ধুপ নৃত্য।
121. প্রশ্ন: বল নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের নৃত্য?
উঃ যশোর অঞ্চলের।
122. প্রশ্ন : উপমহাদেশের রাগ সঙ্গীতকে সর্বপ্রথম পাশ্চাত্যে পরিচিত করার অগ্রপথিক কে?
উ : ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
123. প্রশ্ন : ওস্তাদ আলাউদ্দিন খাঁকে কবে ভারতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ‘দেশিকোত্তোম’ উপাধি
ভূষিত করে?
উ : ১৯৬১ সালে।
124. প্রশ্ন: ওস্তাদ আলাউদ্দিন খা জন্মগ্রহণ করেন কোথায়?
উ : ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে।
125. প্রশ্ন : ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদী ইত্যাদি লোকসংগীতের অনন্য সাধারণ গায়ক
ছিলেন?
উ : আব্বাস উদ্দীন আহমেদ।
126. প্রশ্ন : কত সাল থেকে বাংলা সন চালু হয়?
উঃ ১৫৫৬ সাল থেকে।
127. প্রশ্ন : ঢাকা, ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কী?
উ : জারি ।
128. প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত?
উ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।
129.প্রশ্ন : ‘লোকশিল্প জাদুঘরের বর্তমান নাম কি?
উঃ জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর।
13p. প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে?
উঃ সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।
131. প্রশ্ন : ‘দুর্ভিক্ষের উপর ম্যাডানো ৪৩’ ছবিটি কে একেছেন?
উঃ জয়নুল আবেদীন।
132. প্রশ্ন : প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি কে এঁকেছেন?
উঃ কামরুল হাসান।
133. প্রশ্ন : ‘সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে….” গানটি প্রথম কবে স্বাধীন বাংলা বেতার
কেন্দ্রে সম্প্রচার করা হয়?
উঃ ১৯৭১ সালের ১৪ মার্চ।
134. প্রশ্ন : জয়বাংলা বাংলার জয়…’ গানটির গীতিকার ও সুরকার কে?
উঃ গাজী মাযহারুল আনোয়ার ও আনোয়ার পারভেজ ।
135. প্রশ্ন : জয়বাংলা বাংলার জয়…’ গানটি প্রথম কবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচার করা হয়?
উঃ ১৯৭১ সালে ।
136. প্রশ্ন : ‘জয়বাংলা বাংলার জয়…’ গানটি সুরকার কে?
উঃ আনোয়ার পারভেজ।
137. প্রশ্ন : ‘খাঁচার ভিতর অচিন পাখি… গানটির গীতিকার ও সুরকার কে?
উঃ লালন ফকির।
138. প্রশ্ন : ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়…’ গানটির শিল্পী কে?
উঃ শাহানাজ রহমতউল্লাহ।
139. প্রশ্ন : ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়…’ গানটির গীতিকার কে?
উঃ গাজী মাযহারুল আনোয়ার ।
140. প্রশ্ন: ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়…’ গানটির সুরকার কে?
উঃ আনোয়ার পারভেজ।
141.প্রশ্ন : কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোপাট…’ গানটির শিল্পী, গীতিকার ও সুরকার কে?
উঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
142. প্রশ্ন : কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোপাট…’ গানটি কবে রচনা করা হয়?
উঃ ১৯২১ সালের ডিসেম্বরে।
143. প্রশ্ন: এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে….’ গানটির গীতিকার ও সুরকার কে?
উঃ আবু জাফর।
144. প্রশ্ন : এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে…’ গানটির শিল্পী কে?
উঃ ফরিদা পারভীন।
145.প্রশ্ন : ‘চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল গানটির গীতিকার কে?
উঃ কবি কাজী নজরুল ইসলাম।
146. প্রশ্ন : একতারা তুই দেশের কথা বলরে এবার বল…’ গানটির শিল্পী কে?
উঃ শাহনাজ রহমাতুল্লাহ।
147.প্রশ্ন : ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল…’ গানটির গীতিকার কে?
উঃ গাজী মাযহারুল আনোয়ার।
148. প্রশ্ন : ‘একতারা তুই দেশের কথা বলরে এবার । বল….’ গানটির সুরকার কে?
উঃ সত্য সাহা।
149. প্রশ্ন: তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়…’ গানটির শিল্পী কে?
উঃ আবদুল জব্বার।
150. প্রশ্ন: তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়…’ গানটির গীতিকার কে?
উঃ মোঃ মনিরুজ্জামান।
151. প্রশ্ন ঃ তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়… গানটির সুরকার কে?
উঃ সত্য সাহা।
152. প্রশ্ন : পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটির গীতিকার কে?
উঃ গোবিন্দ হালদার।
153. প্রশ্ন : পদ্মা মেঘনা যমুনা’ গানটির গীতিকার কে?
উঃ গোবিন্দ হালদার।
154. প্রশ্ন : একুশে ফেব্রুয়ারির উপর লিখিত প্রথম কবিতা কোনটি?
উ : কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।
155. প্রশ্ন : ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে’ এসেছি কবিতাটি কে রচনা করেন?
উ : মাহবুবুল আলম চৌধুরী।
156. প্রশ্ন :বি মাহবুব উল আলম চৌধুরী কবে মারা যান?
উ : ২৩ ডিসেম্বর, ২০০৭ সালে।
157. প্রশ্ন :একুশের সাড়া জাগানো প্রথম কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’র রচয়িতা ভাত দে হারাম জাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো’ কবিতাটি কার লিখা?
উ : কবি রফিক আজাদের।
158. প্রশ্ন: আমাদের সংগ্রাম চলবেই’ গানটির গীতিকার কে?
উঃ সিকানদার আবু জাফর।
159. প্রশ্ন ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় গানটির রচয়িতা এবং সুরকার কে?
উ: আবদুল লতিফ।
160. প্রশ্ন: সব কটি জানালা খুলে দাও না’ গানটির গীতিকার কে?
উঃ নজরুল ইসলাম বাবু।
161. প্রশ্ন: সব কটি জানালা খুলে দাও না’ গানটির শিল্পী কে? উঃ সাবিনা ইয়াসমিন।
162. প্রশ্ন: ‘মোদের গরব, মোদের আশা’ গানটির গীতিকার কে?
উঃ অতুল প্রসাদ সেন।
163. প্রশ্ন: আমি বাংলার গান গাই’ গানটির গীতিকার ও প্রথম শিল্পী কে?
উঃ প্রতুল মুখোপাধ্যায় ৷
164.প্রশ্ন: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য গানটির গীতিকার, সুরকার ও শিল্পী কে?
উ: ভূপেন হাজারিকা।
165. প্রশ্ন: কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটির শিল্পী কে?
উ: মান্না দে (গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার)।
166. প্রশ্ন: বাউল সম্রাট শাহ আব্দুল করিম মারা যান কবে?।
উঃ ১২ সেপ্টেম্বর, ২০০৯ সালে।
167. প্রশ্ন: বাউল সম্রাট আব্দুল করিমের লেখা ও সুর করা বিখ্যাত গানগুলি কী কী?
উ: আমি কুলহারা লঙ্কিনী, মন কান্দে প্রাণ কান্দে রে, কান্দে আমার হিয়া, বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, আসি বলে গেল বন্ধু আইলো না, বন্দে মায়া লাগাইছে, পিরীতি শিখাইছে, আইলা না আইলা নারে ৭. আমার বন্ধু বিহনে গো সয়না পরাণে গো একেলা ঘরে থাকতে পারি না, সখি কুঞ্জ সাজাও গো, রে দুনিয়া তোরে চায় না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে হয়, গাড়ি চলে, চলে না, চলে না রে, ।
168.প্রশ্ন: ৫২’র ২১শে ফেব্রুয়ারির দিনটি বাংলা মাসের কত তারিখ ছিল?
উ : ৮ই ফাল্গুন।
169.প্রশ্ন: ৫২’র ২১শে ফেব্রুয়ারির দিনটি কি বার ছিল?
উ : বৃহস্পতিবার।
170. প্রশ্ন: ৭১’র ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় এ দিবসের দিনটি কি বার ছিল?
উ : বৃহস্পতিবার।
171.প্রশ্ন: ৭১’র ২৬ মার্চ স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দিনটি কি বার ছিল?
উ : শুক্রবার।
172.প্রশ্ন: ৭১র ২৫ মার্চ পাকিস্তান কর্তৃক বর্বর হত্যাযজ্ঞ চালিত রাতটি কি বার ছিল?
উ: বৃহস্পতিবার।
173. প্রশ্ন: শেখ মুজিব কর্তৃক রেসকোর্স ময়দানে ৭ মার্চ ৭১’র যে ভাষণ দেন সেদিনটি কি বার ছিল?
উ: রবিবার
174. প্রশ্ন: ‘কবর’ নাটকটির রচয়িতা কে?
উঃ মুনীর চৌধুরী।
175. প্রশ্ন: ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির লেখক কে?
উ : মুনীর চৌধুরী।
176.প্রশ্ন: কবর’ নাটকের মূল উপজীব্য বিষয় কোনটি?
উঃ ৫২ এর ভাষা আন্দোলন।
177.প্রশ্ন: ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের উপজীব্য বিষয় কী ছিল?
উ : পানিপথের ৩য় যুদ্ধ।
178. প্রশ্ন : ভাষা আন্দোলনের উপর প্রথম উপন্যাস কোনটি?
উঃ আরেক ফাল্গুন।
179. প্রশ্ন: আরেক ফালগুন’ উপন্যাসের রচয়িতা কে?
উ : জহির রায়হান।
180. প্রশ্ন: কায়কোবাদের মহাশ্মশানে বর্ণনা রয়েছে কোন ঘটনা?
উঃ পানিপথের তৃতীয় যুদ্ধের ঘটনা।
181. প্রশ্ন: বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে।
182. প্রশ্ন: বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক?
উ : জনাব হাবীবুল্লাহ সিরাজী।
183. প্রশ্ন: বাংলা একাডেমি মূল ভবনের পুরাতন নাম কী ছিল?
উঃ বর্ধমান হাউজ।
184.প্রশ্ন : বাংলা একাডেমির সভাপতি কে?
উঃ অধ্যাপক আনিসুজ্জামান খান।
185. প্রশ্ন : বাংলাদেশ শিল্পকলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৪ সালে।
186. প্রশ্নঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমি কোথায় অবস্থিত?
উ : ঢাকার সেগুন বাগিচায়।
187. প্রশ্ন : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কে?
উ : লিয়াকত আলী লাকী।
188.প্রশ্নঃ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উঃ ১৯৭৭ সালে।
189. প্রশ্ন : শিশু একাডেমি কোথায় অবস্থিত?
উঃ ঢাকার পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে।
190. প্রশ্ন: শিশু একাডেমির চেয়ারম্যান কে?
উঃ লাকী ইনাম।
191. প্রশ্ন : এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ : ৩ জানুয়ারি, ১৯৫২ সালে (১৯৭১ স বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি” নামে রূপান্তরিত হয়।)
192. প্রশ্ন: এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উঃ স্যার উইলিয়াম জোন্স।
193. প্রশ্ন : এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ‘বিশ্বকোষ’ টির নাম কী?
উ : বাংলা পিডিয়া (১০ খণ্ডে বাংলা ও ইংরেজিতে, ২০০৩ সালে প্রকাশিত হয়।)
194. প্রশ্ন: এশিয়াটিক সোসাইটির বর্তমান সভাপতি কে?
উঃ অধ্যাপক মাহফুজা খানম।
195. প্রশ্ন : বাংলা পিডিয়া (বিশ্বকোষ) প্রকল্পের পরিচালক কে?
উ: ড. সিরাজুল ইসলাম।
196. প্রশ্ন : বিশ্ব সাহিত্য কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৮ সালে।
197.প্রশ্ন : বিশ্ব সাহিত্য কেন্দ্র এর প্রতিষ্ঠাতা কে?
উ: অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ।
198.প্রশ্ন : বিশ্ব সাহিত্য কেন্দ্র এর শ্লোগান কী?
উ: আলেকিত মানুষ চাই।
199. প্রশ্নঃ বাংলা ভাষার আদি নিদর্শন কী?
উঃ চর্যাপদ।
200. প্রশ্ন : চর্যাপদের আবিষ্কারক কে?
উঃ হরপ্রসাদ শাস্ত্রী।
201. প্রশ্ন : চর্যাপদ কত সালে আবিষ্কার করা হয়?
উঃ ১৯০৭ সালে
202. প্রশ্ন : বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কোথায় পাওয়া যায়?
উঃ নেপালের রাজ দরবারে।
203. প্রশ্নঃ মোট কতটি চর্যাপদ রচিত হয়েছিল?
উঃ ৫১টি।
204. প্রশ্ন : মোট কতটি চর্যাপদ উদ্ধার করা হয়েছিল?
উঃ সাড়ে ছেচল্লিশটি।
205. প্রশ্ন : চর্যাপদের মোট লেখক কত জন ছিল?
উঃ ২৪ জন।
206. প্রশ্ন : সর্বাধিক চর্যাপদ কে রচনা করেন?
উঃ কাহ্নপা (১৩টি) ।
207. প্রশ্ন : ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?
উঃ ডঃ দীনেশ চন্দ্র সেন।
208. প্রশ্ন : বাংলাদেশের বাউল সম্রাট” কে?
উঃ লালন ফকির।
209. প্রশ্ন: লালন ফকিরের মাজার কোথায় অবস্থিত?
উ: কুষ্টিয়ার দেউড়ীতে।
210. প্রশ্ন : লালন ফকিরের জীবনের উপর ভিত্তি করে নির্মিতব্য সিনেমার নাম কী?
উ : অচিন পাখি।
211. প্রশ্ন : বাংলা টম্পা গানের জনক কে?
উ : নিধু বাবু।
212. প্রশ্ন : বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উঃ চার্লস উইলকিনস।
213. প্রশ্ন : প্রথম কোন বাঙালি বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন?
উ : পঞ্চানন কর্মকার।
214. প্রশ্ন: “দেওয়ানা মদীনা’ পালার রচয়িতা কে?
উঃ মনসুর বয়াতি।
215. প্রশ্ন: পাঁচালি গানের শক্তিশালী কবি কে?
উ : দাশ রথি রায়।
216. প্রশ্ন : ঠাকুর মার ঝুলি’ এর লেখক কে?
উঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
217. প্রশ্ন : বাংলাদেশ লোক সাহিত্যের সংগ্রাহক কারা?
উ : ড. মুহম্মদ শহীদুল্লাহ, কবি আবদুস, ড. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ।
218. প্রশ্ন: প্রচলিত বাংলা বর্ষপঞ্জি কার পরিকল্পনার তৈরি?
উঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৯৬৩ সালে)।
219. প্রশ্ন : বাংলা ভাষায় রচিত গানের সম্রাট কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
220. প্রশ্ন : ‘মরমী কবি’ নামে পরিচিত কে?
উ : হাসন রাজা।
221. প্রশ্ন : হাসন রাজার মাজার কোথায় অবস্থিত?
উ : সিলেটে।
222. প্রশ্ন: সঙ্গীতে অবদান রাখার জন্য আব্বাস উদ্দীনকে বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করেন কবে?
উ: ১৯৮১ সালে।
223. প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা কে?
উ : ফেরদৌসী রহমান।
224. প্রশ্ন:লোকসঙ্গীত ও আধুনিক সংগীতে সুনাম অর্জনকারী গায়িকা কে?
উ : সাবিনা ইয়াসমিন।
225. প্রশ্ন:বিভিন্ন ভাষার সংগীতে অনন্য সাধারণ বাংলাদেশের গায়িকা কে?
উঃ রুনা লায়লা।
226. প্রশ্ন: আবদুল আলিম কিসে খ্যাতি অর্জন করেন?
উ : পল্লীগীতি গেয়ে।
227. প্রশ্ন: শিশুস্বর্গ কী?
উ : এস. এম. সুলতানের নিজবাড়ী নড়াইলে শিশুদের জন্য একটি চিত্র অংকন প্রতিষ্ঠান।
228. প্রশ্ন:ঢাকার মঞ্চে প্রথম মহিলা অভিনেত্রী কে ছিলেন?
উঃ কামরুন্নাহার চৌধুরী।
229. প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে ছিলেন?
উ : আবদুল লতিফ।
230. প্রশ্ন : আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির গীতিকার কে?
উ : আবদুল গাফফার চৌধুরী।
231. প্রশ্ন: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির বর্তমান সুরকার কে?
উঃ আলতাফ মাহমুদ।
232. প্রশ্ন: “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির গীতিকার কে?
উ : গোবিন্দ হালদার।
233. প্রশ্ন: “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির সুরকার কে?
উ : আপেল মাহমুদ।
234. প্র : ‘সব কটি জানালা খুলে দাও না’ গানটির সুরকার কে?
উ : নজরুল ইসলাম বাবু।
235. প্রশ্ন : ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল’ গানটির গীতিকার কে?
উ : গোবিন্দ হালদার।
236. প্রশ্নঃ “আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন’ গানটির গীতিকার কে?
উ : মোহাম্মদ মনিরুজ্জামান।
237. প্রশ্ন ঃ ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’ গানটির গীতিকার কে?
উঃ মোহাম্মদ মনিরুজ্জামান।
238. প্রশ্ন : ‘হলুদ বাটো মেন্দি বাটো’ গানটির গীতিকার কে?
উ : মোহাম্মদ মনিরুজ্জামান।
239. প্রশ্ন : ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির গীতিকার কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
240. প্রশ্ন: বর্তমানে ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা-‘ গানটির রচয়িতা ?
উঃ গোবিন্দ হালদার।
241. প্রশ্ন : ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা-‘ গানটির সুরকার কে?
উঃ আপেল মাহমুদ।
242. প্রশ্ন : ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা-‘ গানটির প্রথম শিল্পী কে?
উঃ স্বপ্ন রায়।
243. প্রশ্ন : রেবেকা সুলতানা কবে ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটি
গেয়েছিলেন?
উঃ ১৯৭৩ সালে।
244. প্রশ্ন : ‘এক নদী রক্ত পেরিয়ে-‘ গানটির গীতিকার ও সুরকার কে?
উঃ খান আতাউর রহমান।
245. প্রশ্ন : ‘এক নদী রক্ত পেরিয়ে ‘ গানটির শিল্পী কে?
উঃ শাহানাজ রহমতউল্লাহ।
246. প্রশ্ন : ‘ধনধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা…’ গানটির গীতিকার ও সুরকার কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায় (ডিএল রায়)।
247. প্রশ্ন : ‘ধনধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা…” গানটির শিল্পী কে?
উঃ সমবেত কণ্ঠে ।
248. প্রশ্ন : ‘ধনধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা…’ গানটি কবে রচনা করা হয়?
উ: ১৯০৫ সালে।
249. প্রশ্ন : সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে…” গানটির শিল্পী ও সুরকার কে?
উঃ আবদুল জব্বার ।
250. প্রশ্ন : সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে…” গানটির গীতিকার কে?
উঃ ফজলে খোদা।
251. প্রশ্ন : বাংলা নববর্ষ’ পহেলা বৈশাখ চালু করেন কে?
উঃ সম্রাট আকবর।
252. প্রশ্ন : মিশুক মুনিরের বাবা কে ছিলেন?
উ : শহীদ সাংবাদিক মুনির চৌধুরী।
সেট-2
(১) বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি – নারায়ণগঞ্জ
(২) বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় – গারো পাহাড়
(৩) বাংলাদেশের উঁচু পাহাড় – গারো পাহাড়।
(৪) বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি – ময়মনসিংহ
(৫) বাংলাদেশের ছোট জেলা – নারায়ণগঞ্জ
(৬) আয়তনে ছোট জেলা – নারায়ণগঞ্জ
(৭) আয়তনে বড় জেলা – রাঙামাটি
(৮) জনসংখ্যায় ছোট জেলা – বান্দরবন
(৯) জনসংখ্যায় বড় জেলা – ঢাকা
(১০) আয়তনে ছোট থানা – কোতোয়ালী (ঢাকা)
(১১) আয়তনে বড় থানা – শ্যামনগর(সাতক্ষীরা)
(১২) জনসংখ্যায় ছোট থানা – রাজস্থলী (রাঙামাটি)
(১৩) জনসংখ্যায় বড় থানা – বেগমগঞ্জ (নোয়াখালী)
(১৪) বাংলাদেশের সর্ব উত্তর -পূর্বের থানা: জকিগঞ্জ, সিলেট
(১৫) বাংলাদেশের সর্ব দক্ষিণ – পশ্চিমের থানা-শ্যামনগর (সাতক্ষীরা)
(১৬) সবচেয়ে বড় গ্রাম-বানিয়াচং, হবিগঞ্জ
(১৭) সর্ব পূর্বের জেলা-বান্দরবন
(১৮) সর্ব পশ্চিমের জেলা-চাঁপাইনবাবগঞ্জ
(১৯) সর্ব দক্ষিণের জেলা-কক্সবাজার
(২০) সর্ব পশ্চিমের থানা-শিবগঞ্জ
(২১) সর্ব দক্ষিণের স্থান-ছেঁড়াদ্বীপ সেন্টমার্টিন
(২২)সর্ব পশ্চিমের স্থান-মনাকশা
(২৩) সর্ব দক্ষিণের থানা-টেকনাফ
(২৪) সর্ব উত্তরের জেলা-পঞ্চগড়
(২৫) সর্ব পূর্বের থানা/উপজেলা-থানচি
(২৬) সর্ব উত্তরের থানা-তেঁতুলিয়া
(২৭) সর্ব পূর্বের স্থান-আখাইন ঠং
(২৮) সর্ব উত্তরের স্থান-বাংলাবান্ধা
(২৯) বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ? ২৬.০১ সেলসিয়াস।
(৩০) বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোথায় হয়? সিলেটের লালখানে (৩৮৮ সে.মি.)
(৩১) বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত পরিমান কত ? ২০৩ সেঃমিঃ।
(৩২) বাংলাদেশে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কোথায় হয়? নাটোরের লালপুরে (১৫৪ সে.মি.)
(৩৩) বাংলাদেশের শীতলতম জেলা কোনটি ? সিলেট।
(৩৪) বাংলাদেশের উঞ্চতম স্থানের নাম কি? নাটোরের লালপুরে।
(৩৫) বাংলাদেশের শীতলতম স্থান কোনটি ? শ্রীমঙ্গল।
(৩৬) বাংলাদেশের উঞ্চতম জেলা কোনটি ? রাজশাহী।
(৩৭) গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় অগ্রগামী কত? ৬ ঘন্টা।
(৩৮) বাংলাদেশের প্রায় মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রান্ত করেছে ? কর্কটক্রান্তি রেখা।
(৩৯) বাংলাদেশের সাংবিধানিক নাম– গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইংরেজি হচ্ছে- The People’s Republic of Bangladesh
(৪০) বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্থান থেকে।
(৪১) বাংলাদেশের রাজধানী- ঢাকা।
(৪৩) বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী- চট্টগ্রাম।
(৪৪) আয়তনের পৃথিবীতে বাংলাদেশের অবস্থান- ৯০তম।
(৪৬) বাংলাদেশের বিভাগ সংখ্যা- ৮ টি।
(৪৭) বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি।
(৪৮) বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩২%।
(৪৯) বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়- ২০৫০ মার্কিন ডলার।
(৫০) বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত মোট নদ-নদীর সংখ্যা- ২০৩টি।
(৫১) জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান- অষ্টম।
(৫২) বাংলাদেশের সর্ব নিম্ন বৃষ্টিপাত হয়- নাটোর জেলার লালপুরে।
(৫৩) বাংলাদেশের আইন পরিষদের নাম- পার্লামেন্ট বা জাতীয় সংসদ।
(৫৪) বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা- ৬টি।
(৫৫) বাংলাদেশের সাথে যে দুটি দেশের সীমান্ত রয়েছে- ভারত ও মায়ানমার।
(৫৬) বাংলাদেশের মানুষের গড় আয়ু- ৬৬.৮ বছর।
(৫৭) বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩ সে.মি।
(৫৮) বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়- সিলেট জেলার লালখানে।
(৫৯) বাংলাদেশের উষ্ণতম মাস- এপ্রিল।
(৬০) বাংলাদেশের শীতলতম মাস- জানুয়ারী।
(৬১) সর্ব উত্তরের জেলা- পঞ্চগড়।
(৬২) আন্তর্জাতিক বিমানবন্দর- ৩টি।
(৬৩) সবচেয়ে কম ঘন বসতি পূর্ণ জেলা- বান্দরবন।
(৬৪) বাংলাদেশের জাতিসংঘের- ১৩৬তম সদস্য।
(৬৫) বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার।
(৬৬) বাংলাদেশের সমুদ্র বন্দর- ২টি।
(৬৭) সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা।
(৬৮) বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে।
(৬৯) বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান- ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ।
(৭০) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি- হামিদুর রহমান।
(৭১) জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত- সাভারে।
(৭২) জাতীয় স্মৃতিসৌধ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৭৩) জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করেন- প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ।
(৭৪) জাতীয় স্মৃতিসৌধ এর ফলক সংখ্যা- ৭টি।
(৭৫) মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর স্থপতি- তানবীর কবির।
(৭৬) বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অবস্থান- মিরপুর, ঢাকা।
(৭৭) রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ অবস্থিত- রায়ের বাজার, ধানমন্ডি।
(৭৮) অপরাজেয় বাংলা অবস্থিত- কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
(৭৯) স্বোপার্জিত স্বাধীনতা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত।
(৮০) শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
(৮১) ‘সংশপ্তক’ ভাস্কর্যটি- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
(৮২) ‘স্মারক ভাস্কর্য’ টি- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
(৮৩) ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যটি অবস্থিত- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
(৮৪) ‘অমর একুশে’ ভাস্কর্যটি- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
(৮৫) বিজয় ’৭১ এর অবস্থান- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
(৮৬) মুজিব নগর স্মৃতিসৌধ মেহেরপুর তানভীর কবির
(৮৭) স্বোপার্জিত স্বাধীনতা ঢা.বি টিএসসি চত্বর শামীম শিকদার
(৮৮) দুর্জয় রাজারবাগ, ঢাকা মৃণাল হক
(৮৯) সংগ্রাম সোনারগাঁও নারায়ণগঞ্জ জয়নুল আবেদীন
(৯০) স্বাধীনতা ভাষা ইন্সটিটিউট সেগুনবাগিচা, ঢাকা
(৯১) বীরের প্রত্যাবর্তন বাড্ডা, ঢাকা সুদীপ্ত রায়
(৯২) প্রতিরোধ মাসদাইর, নারায়ণগঞ্জ মৃণাল হক
(৯৩) কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়- ২৩ জানুয়ারি ১৯৫২।
(৯৪) শহীদ মিনার প্রথম উদ্বোধন করা হয়- ২৪ ফেব্রুয়ারি ১৯৫২।
(৯৫) জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতি- সৈয়দ মাইনুল হোসেন।
(৯৬) জাতীয় স্মৃতিসৌধ স্থাপন করা হয়- ১৬ ই ডিসেম্বর ১৯৭২।
(৯৭) জাতীয় স্মৃতিসৌধ এর উচ্চতা- ১৫০ ফুট।
(৯৮) মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স- মেহেরপুর জেলায় অবস্থিত।
(৯৯) মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এর স্তম্ভ সংখ্যা- ২৩টি।
(১০৯) জাগ্রত চৌরঙ্গী এর ভাস্কর- আব্দুর রাজ্জাক।
(১০১) এর ভাস্কর- সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
(১০২) স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের স্থপতি- শামীম শিকদার।
(১০৩) শাবাশ বাংলাদেশ ভাস্কর্যটি ভাস্কর-নিতুন কুণ্ড।
(১০৪) ‘সংশপ্তক’ ভাস্কর্যটির ভাস্কর- হামিদুজ্জামান খান।
(১০৫) ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যটি ভাস্কর- রশীদ আহমদ।
(১০৬) গোল্ডেন জুবিলী টাওয়ার- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
(১০৭) বিজয় ’৭১ এর ভাস্কর্য- শ্যামল চৌধুরী।
(১০৮) দেশের সর্বোচ্চ শহীদ মিনারটি- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
(১০৯) ‘মোদের গরব’ ভাস্কর্যটির অবস্থান- বাংলা একাডেমী চত্বর।
(১১০) জাতীয় স্মৃতিসৌধ-সাভার-সৈয়দ মাইনুল হোসেন
(১১১) অপরাজেয় বাংলা ঢা.বি কলাভবন সৈয়দ আব্দুল্লাহ খালেদ
(১১২) জাগ্রত চৌরঙ্গী জয়দেবপুর চৌরাস্তা আব্দুর রাজ্জাক
(১১৩) দুরন্ত শিশু একাডেমী, ঢাকা সুলতানুল ইসলাম
- বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধি।
- বাংলাদেশের সব কটি ছিট মহল- ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার অন্তর্গত।
- তিন বিঘা করিডোর’ এর বিনিময়ে বাংলাদেশ ভারতকে দেয়- বেরু বাড়ী ছিটমহল।
- বাংলাদেশের ভিতর ভারতের ছিটমহল ছিল- ১১১টি।
- ভারত কর্তৃক দখলকৃত ‘পদুয়া’ নামক স্থানটি- সিলেট সীমান্তে অবস্থিত।
- তিন বিঘা করিডোর’ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত।
No comments:
Post a Comment