আবহাওয়াবিকার নবম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর| class 9 geography 5th chapter question answer| - Studing School

Fresh Topics

Monday, February 26, 2024

আবহাওয়াবিকার নবম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর| class 9 geography 5th chapter question answer|

  আবহাওয়াবিকার নবম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর| class 9 geography 5th chapter question answer|



MCQ question answer:-


  1. কাস্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে ঘটে— A. জারণ B. অঙ্গারযোজন C. আর্দ্র-বিশ্লেষণ D. জৈবিক আবহবিকার

Ans. B

  1. চুনাপাথরযুক্ত অঞ্চলে বেশি দেখা যায়— A. কার্বোনেশন B. হাইড্রেশন C. হাইড্রোলিসিস D. অক্সিডেশন

Ans. A

  1. মরুভূমি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় হয়— A. নদীর দ্বারা B. হিমবাহের দ্বারা C. বায়ুপ্রবাহের দ্বারা D. মানুষের দ্বারা

Ans. C

  1. যান্ত্রিক আবহবিকারের ফলে শিলায় ঘটে— A. ভৌত পরিবর্তন B. রাসায়নিক পরিবর্তন C. উভয় প্রকার পরিবর্তন D. কোনো পরিবর্তন হয় না

Ans. A

  1. শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন যে আবহবিকারের ফলে ঘটে, সেটি হল— A. জৈবিক আবহবিকার B. যান্ত্রিক আবহবিকার C. জৈব-যান্ত্রিক আবহবিকার D. রাসায়নিক আবহবিকার

Ans. B

  1. বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়— A. যান্ত্রিক আবহবিকার B. রাসায়নিক আবহবিকার C. জৈবিক আবহবিকার D. কোনোটিই নয়

Ans. B

  1. বিষমসত্ত্ব শিলায় যে ধরনের আবহবিকার ঘটে তা হল— A. বিচূর্ণন B. বোল্ডার ভাঙন C. শল্কমোচন D. ক্ষুদ্রকণা বিশরণ

Ans. D

  1. মৃত্তিকাক্ষয়ের একটি মনুষ্যসৃষ্ট কারণ হল— A. জলপ্রবাহ B. কৃষিকার্য C. শিকড় বৃদ্ধি D. মাটিতে গর্ত সৃষ্টি

Ans. B

  1. উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াটি হল – A. লবণ কেলাস গঠন B. তুষার খণ্ডীকরণ C. ক্ষুদ্রকণা বিশরণ D. প্রস্তরচাঁই বিচ্ছিন্নকরণ

Ans. C

  1. বিষমসত্ত্ব শিলায় যে ধরনের আবহবিকার ঘটে তা হল— A. বিচূর্ণন B. বোল্ডার ভাঙন C. শল্কমোচন D. ক্ষুদ্রকণা বিশরণ

Ans. D

  1. পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণের চলনকে বলে— A. যান্ত্রিক আবহবিকার B. রাসায়নিক আবহবিকার C. পুঞ্জিত ক্ষয় D. নগ্নীভবন

Ans. C

  1. যান্ত্রিক ও রাসায়নিক উভয় আবহবিকার বেশি হয়— A. শীতল নাতিশীতোয় অঞ্চলে B. উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে C. নিরক্ষীয় অঞ্চলে D. মরু অঞ্চলে

Ans. B

  1. শল্কমোচন প্রক্রিয়াটি হয় – A. ব্যাসল্ট শিলায় B. গ্রানাইট শিলায় C. বেলেপাথরে D. কাদাপাথরে

Ans. B

  1. মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয়— A. সোলাম B. রেগোলিথ C. ব্যাথোলিথ D. কনোলিথ

Ans. B

  1. ধাপচাষ অধিক দেখা যায়— A. পার্বত্য অঞ্চলে B. মরুভূমিতে C. সমভূমিতে D. উপকূলে

Ans. A

  1. মরুভূমি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় হয়— A. নদীর দ্বারা B. হিমবাহের দ্বারা C. বায়ুপ্রবাহের দ্বারা D. মানুষের দ্বারা

Ans. C

  1. সমসত্ত্ব শিলার প্রস্তরখণ্ডে দেখা যায়— A. প্রস্তরচাঁই বিচ্ছিন্নকরণ B. শল্কমোচন C. ক্ষুদ্রকণা বিশরণ D. জৈবিক আবহবিকার

Ans. B

  1. কাস্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে ঘটে— A. জারণ B. অঙ্গারযোজন C. আর্দ্র-বিশ্লেষণ D. জৈবিক আবহবিকার

Ans. B

  1. ভূপৃষ্ঠের শিলাগুলি যে পদ্ধতির মাধ্যমে চূর্ণবিচূর্ণ হয় তাকে বলে— A. ক্ষয়ীভবন B. নগ্নীভবন C. বিচূর্ণীভবন D. পুঞ্জিত ক্ষয়

Ans. C

  1. তুহিন খণ্ডীকরণে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাচূর্ণকে বলা হয়— A. ট্যালাস বা স্ক্রী B. আর্গ C. পেডিমেন্ট D. বাজাদা

Ans. A

  1. রাসায়নিক আবহবিকারের ফলে শিলায় মরচে পড়ার প্রক্রিয়া হল— A. জারণ B. কার্বোনেশন C. দ্রবণ D. আর্দ্র বিশ্লেষণ

Ans. A

  1. যে প্রক্রিয়ায় ক্যালশিয়াম কার্বনেট ক্যালশিয়াম বাইকার্বনেটে পরিণত হয়— A. জারণ B. অগারযোজন C. জলযোজন D. দ্রবণ

Ans. B

  1. শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন যে আবহবিকারের ফলে ঘটে, সেটি হল— A. জৈবিক আবহবিকার B. যান্ত্রিক আবহবিকার C. জৈব-যান্ত্রিক আবহবিকার D. রাসায়নিক আবহবিকার

Ans. B

  1. তুহিন-খণ্ডীকরণের ফলে সৃষ্টি শিলাখণ্ডগুলিকে বলা হয়— A. ট্যালাস B. পেডিমেন্ট C. লোয়েস D. বাজাদা

Ans. A

  1. কাস্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে ঘটে— A. জারণ B. অঙ্গারযোজন C. আর্দ্র-বিশ্লেষণ D. জৈবিক আবহবিকার

Ans. B

  1. তুহিন-খণ্ডীকরণের ফলে সৃষ্টি শিলাখণ্ডগুলিকে বলা হয়— A. ট্যালাস B. পেডিমেন্ট C. লোয়েস D. বাজাদা

Ans. A

  1. যান্ত্রিক ও রাসায়নিক উভয় আবহবিকার বেশি হয়— A. শীতল নাতিশীতোয় অঞ্চলে B. উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে C. নিরক্ষীয় অঞ্চলে D. মরু অঞ্চলে

Ans. B

  1. হিউমাস সৃষ্টির পর্যায়টি হল— A. রেগোলিথ B. হিউমিফিকেশন C. খনিজকরণ D. এলুভিয়েশন

Ans. B

  1. শল্কমোচন প্রক্রিয়াটি হয় – A. ব্যাসল্ট শিলায় B. গ্রানাইট শিলায় C. বেলেপাথরে D. কাদাপাথরে

Ans. B

  1. যান্ত্রিক আবহবিকারের অন্যতম মাধ্যম— A. মাধ্যাকর্ষণ শক্তি B. অক্সিজেন C. শিলার কাঠিন্য D. উষ্ণতা

Ans. D

  1. শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন যে আবহবিকারের ফলে ঘটে, সেটি হল—/A. জৈবিক আবহবিকার B. যান্ত্রিক আবহবিকার C. জৈব-যান্ত্রিক আবহবিকার D. রাসায়নিক আবহবিকার

Ans. B

  1. উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াটি হল – A. লবণ কেলাস গঠন B. তুষার খণ্ডীকরণ C. ক্ষুদ্রকণা বিশরণ D. প্রস্তরচাঁই বিচ্ছিন্নকরণ

Ans. C

  1. পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণের চলনকে বলে— A. যান্ত্রিক আবহবিকার B. রাসায়নিক আবহবিকার C. পুঞ্জিত ক্ষয় D. নগ্নীভবন

Ans. C

  1. ভূপৃষ্ঠের শিলাগুলি যে পদ্ধতির মাধ্যমে চূর্ণবিচূর্ণ হয় তাকে বলে— A. ক্ষয়ীভবন B. নগ্নীভবন C. বিচূর্ণীভবন D. পুঞ্জিত ক্ষয়

Ans. C

  1. আবহবিকারের ফলে চুনাপাথরযুক্ত অঞ্চলে শিলাচূর্ণযুক্ত মৃত্তিকার আস্তরণকে বলে— A. টেরারোসা B. ট্যালাস C. ব্লকস্পেড D. পেডিমেন্ট

Ans. A

  1. ধাপচাষ অধিক দেখা যায়— A. পার্বত্য অঞ্চলে B. মরুভূমিতে C. সমভূমিতে D. উপকূলে

Ans. A

  1. যান্ত্রিক ও রাসায়নিক উভয় আবহবিকার বেশি হয়— A. শীতল নাতিশীতোয় অঞ্চলে B. উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে C. নিরক্ষীয় অঞ্চলে D. মরু অঞ্চলে

Ans. B

  1. শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন যে আবহবিকারের ফলে ঘটে, সেটি হল— A. জৈবিক আবহবিকার B. যান্ত্রিক আবহবিকার C. জৈব-যান্ত্রিক আবহবিকার D. রাসায়নিক আবহবিকার

Ans. B

  1. যে প্রক্রিয়ায় ক্যালশিয়াম কার্বনেট ক্যালশিয়াম বাইকার্বনেটে পরিণত হয়— A. জারণ B. অগারযোজন C. জলযোজন D. দ্রবণ

Ans. B

  1. মরুভূমি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় হয়— A. নদীর দ্বারা B. হিমবাহের দ্বারা C. বায়ুপ্রবাহের দ্বারা D. মানুষের দ্বারা

Ans. C


  1. জারণ প্রক্রিয়ায় কোন গ্যাসীয় উপাদান প্রয়োজন হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. অক্সিজেন।

  1. অঙ্গারযোজন প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. আবহবিকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফল হল—এটি মৃত্তিকা সৃষ্টিতে সাহায্য করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. চিলেশন এক ধরনের জৈব রাসায়নিক আবহবিকার। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. থর মরুভূমিকে আবহবিকারের কোন প্রক্রিয়া অধিক কার্যকরী? (এক কথায় উত্তর দাও)

Ans. ক্ষুদ্রকণা বিশরণ।

  1. ক্ষয়ীভবনের ওপর জলবায়ুর প্রভাব খুব বেশি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণের আস্তরণকে রেগোলিথ বলে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. নগ্নীভবনে শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. দ্রবণ যান্ত্রিক আবহবিকারের একটি প্রক্রিয়া। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

  1. জল, তুষার কেলাসে পরিণত হলে আয়তনে ______ যায়। (শূন্যস্থান পূরন করো)

Ans. বেড়ে

  1. শস্যের শিকড় দ্বারা জমি আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Ans. মালচিং (mulching)।

  1. কোন্ ধরনের আবহবিকারের ফলে মরুভূমিতে বিকেলের দিকে গুলি ছোড়ার মত শব্দ শুনতে পাওয়া যায়? (এক কথায় উত্তর দাও)

Ans. ক্ষুদ্রকণা বিশরণ।

  1. ঋতুভেদে বৃষ্টিপাত যান্ত্রিক আবহবিকারে সহায়তা করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

  1. কোন্ আবহবিকারের ফলে শিলায় মরচে পড়ে? (এক কথায় উত্তর দাও)

Ans. জারণ।

  1. আবহবিকারের গুরুত্বপূর্ণ ফল হল ______ সৃষ্টি। (শূন্যস্থান পূরন করো)

Ans. মৃত্তিকা

  1. নিরক্ষীয় অঞ্চলে ______ আবহবিকার বেশি দেখা যায়। (শূন্যস্থান পূরন করো)

Ans. রাসায়নিক

  1. যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Ans. হিউমিফিকেশন।

  1. পর্বতের ঢালে আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাচূর্ণকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Ans. ট্যালাস।

  1. কৃষিকার্যের মাধ্যমে জৈব আবহবিকার ঘটায় ______। (শূন্যস্থান পূরন করো)

Ans. মানুষ

  1. শিলাস্তরের চাপ হ্রাসজনিত যান্ত্রিক আবহবিকারের কারণে শিলাস্তর খণ্ডবিখণ্ড হলে তাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Ans. সিটিং (sheeting)।

  1. ‘আবহবিকার’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? (এক কথায় উত্তর দাও)

Ans. জি. কে. গিলবার্ট।

  1. নিরক্ষীয় অঞ্চলে ______ আবহবিকার বেশি দেখা যায়। (শূন্যস্থান পূরন করো)

Ans. রাসায়নিক

  1. প্রকৃতি যখন স্বাভাবিকভাবে মাটির আস্তরণের ক্ষয় করে তখন তাকে কী ধরনের ক্ষয় বলে? (এক কথায় উত্তর দাও)

Ans. ভূতাত্ত্বিক ক্ষয়।

  1. দ্রবণ প্রক্রিয়ায় চুনাপাথরযুক্ত অঞ্চলে ______ ভূমিরূপ দেখা যায়। (শূন্যস্থান পূরন করো)

Ans. কার্স্ট

  1. চুনাপাথরগঠিত অঞ্চলে কী ধরনের আবহবিকার হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. কার্বোনেশন।

  1. কোন্ আবহবিকারের ফলে শিলার ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে? (এক কথায় উত্তর দাও)

Ans. রাসায়নিক আবহবিকার।

  1. পার্বত্য ঢালে ধাপ বা সোপান তৈরি করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

Ans. ধাপচাষ।

  1. জল, তুষার কেলাসে পরিণত হলে আয়তনে ______ যায়। (শূন্যস্থান পূরন করো)

Ans. বেড়ে

  1. বিষমধর্মী খনিজ দ্বারা গঠিত শিলায় ______ আবহবিকার ঘটে। (শূন্যস্থান পূরন করো)

Ans. ক্ষুদ্রকণা বিশরণ

  1. কোন্ ধরনের আবহবিকারের ফলে মরুভূমিতে বিকেলের দিকে গুলি ছোড়ার মত শব্দ শুনতে পাওয়া যায়? (এক কথায় উত্তর দাও)

Ans. ক্ষুদ্রকণা বিশরণ।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২]

1. আবহবিকার কাকে বলে?

উত্তর- যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উপরের অংশের শিলাস্তর যান্ত্রিক ও জৈবিক প্রক্রিয়ায় চূর্ণ-বিচূর্ণ অথবা রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন অবস্থায় সেখানেই পরে থাকে। এই প্রক্রিয়াটিই হল আবহবিকার।

2. আরোহণ কাকে বলে?

উত্তর- যে সকল প্রক্রিয়ায় বাহ্যিক প্রাকৃতিক শক্তির যেমন, নদনদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা সঞ্চয়, অবক্ষেপণ ও অধঃক্ষেপণের মাধ্যমে ভূপৃষ্ঠের পলি, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে নতুন ভূমি গড়ে ওঠে, সেই প্রক্রিয়াকে আরোহণ বলে।

3. ট্যাফোনি কি?

উত্তর- সাধারণভাবে সমুদ্র উপকূলে অবস্থিত বেলেপাথর বা গ্রানাইট শিলার উপরিভাগে প্রায় ১ সেমি থেকে ১ মিটার ব্যাসযুক্ত গহ্বর লক্ষ্য করা যায়। একেই ট্যাফোনি বলে। উষ্ণতার পরিবর্তন, শিলার উপরিভাগের স্তরে লবনের রাসায়নিক বিক্রিয়ার ফলে এইধরনের ভূমিরূপের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়।

4. নগ্নীভবন কিভাবে ঘটে?

উত্তর- আবহবিকার, স্খলন ও ক্ষয়ীভবন প্রক্রিয়ার সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের উপরের স্তরের বিচূর্ণীভূত পদার্থের অপসারণ ঘটলে নীচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পরে। আবহবিকার ও ক্ষয়ীভবনের এই মিলিত প্রক্রিয়ার ফলে নগ্নিভবন ঘটে।

সংক্ষিপ্ত ব্যাখামূলক উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ৩]

1. 'জৈব আবহবিকার একই সঙ্গে যান্ত্রিক ও রাসায়নিক' প্রমাণ করো।

উত্তর- উদ্ভিদ ও প্রাণী পরোক্ষভাবে শিলাস্তরে বিচূর্ণীভবন করে থাকে। জৈবিক আবহবিকার যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের বিশেষ রূপ।

জৈব-যান্ত্রিক আবহবিকার: শিলাস্তরের মধ্যে উদ্ভিদের শিকড় প্রবেশ করলে, শিলাস্তরে চাপের সৃষ্টি হয়, এবং শিলাসমুহ আস্তে আস্তে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। কিছু প্রাণী যেমন - ইঁদুর, ছুঁচো, কেঁচো, খরগোেশ প্রভৃতি শিলার মধ্যে গর্ত খুঁড়ে থাকে, এতে শিলাস্তর দুর্বল হয়ে ক্ষয়প্রাপ্ত হয়।

জৈব-রাসায়নিক আবহবিকার: শিলাসমুহ প্রাণীর দ্বারা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে থাকে। যেমন – মস, লাইকেন জাতীয় শৈবাল শিলার উপরিভাগে জন্মায়, বৃষ্টির জলের সংস্পর্শে এসে হিউমাস গঠন করে, তা থেকে হিউমিক অ্যাসিডের সৃষ্টি হয়, শিলার মধ্যে অবস্থিত খনিজ এই অ্যাসিডের সংস্পর্শে এলে বিয়োজিত হয় এবং শিলায় আবহবিকার ঘটে।

2. রাসায়নিক আবহবিকারে শিলার কী কী পরিবর্তন ঘটে?

উত্তর- রাসায়নিক আবহবিকারের ফলে শিলাগঠনকারী খনিজের মৌলিক পরিবর্তন ঘটে এবং গৌণ খনিজে পরিণত হয়।চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রাকৃতিক কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে চুনাপাথর বিয়োজিত এবং ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন ভূমিরূপ গঠন করে। যেমন- স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট।লৌহ মিশ্রিত খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের উপস্থিত অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে লৌহ আকরিকটি গৌণ খনিজে পরিণত হয়।জলযোজন প্রক্রিয়ায় শিলাগঠনকারী খনিজগুলি দৃঢ়সংবদ্ধ থাকেনা এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।


দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (LA)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ৫]

1। অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কিভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখো।

উত্তর- পদ্ধতি: লৌহ মিশ্রিত খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের উপস্থিত অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে অক্সিডেশন বা জারণ ঘটে।লৌহ আকরিকে অবস্থিত লোহা 'ফেরাস অক্সাইড' হিসেবে অবস্থান করে, যার মৌলিক গঠন সহজে ক্ষয়প্রাপ্ত হয়না। কিন্তু জারণ পদ্ধতিতে, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে মূল খনিজ লোহা 'ফেরিক অক্সাইডে' পরিণত হয়ে লিমোনাইট সৃষ্টি করে যা সহজেই ভেঙে যায়, এরফলে লৌহ আকরিকটি বিয়োজিত হয়ে গৌণ খনিজে পরিণত হয় এবং আবহবিকারপ্রাপ্ত হয়।

বিক্রিয়া: 4FeO(লোহা) +2H 2 O( জল)+O 2 (অক্সিজেন) = 2Fe2O3, 3H2O (লিমোনাইট)

উদাহরণ: শিলায় মরচে পড়া হল জারণ প্রক্রিয়ার অন্যতম উদাহরণ। শিলা গঠনকারী লৌহযুক্ত খনিজের সঙ্গে বাতাসে উপস্থিত অক্সিজেন ও জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলায় মরচে পরে। লোহা ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে জারিত হলে, শিলার ওপর বাদামি রঙের মরচের আস্তরণ পরে।


No comments:

Post a Comment