শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর| class 9 history 4th chapter questions answer| - Studing School

Fresh Topics

Wednesday, February 21, 2024

শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর| class 9 history 4th chapter questions answer|

শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর| class 9 history 4th chapter questions answer|



 

MCQ প্রশ্ন উত্তর:- প্রশ্নের মান -1


  1. কোন ঘটনাকে কেন্দ্র করে ১৯১৪ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়? 

(A) বলকান সংকট 

(B) মরক্কো সংকট 

(C) সেরাজেভোর হত্যাকাণ্ড 

(D) সেডানের যুদ্ধ

উত্তর- (C) সেরাজেভোর হত্যাকাণ্ড।

  1. সুয়েজ খাল খনন করে- 

(A) স্পেন 

(B) ইংল্যান্ড 

(C) ফ্রান্স 

(D) জার্মানি

উত্তর- (C) ফ্রান্স।

  1. ‘কঙ্গো ফ্রি স্টেট’ গঠন করে- 

(A) জার্মানি 

(B) ফ্রান্স 

(C) ইংল্যান্ড 

(D) বেলজিয়াম 

উত্তর- (D) বেলজিয়াম।

  1. হবসনের ‘সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা’ গ্রন্থটি প্রকাশিত হয় – 

(A) ১৯০২ খ্রিস্টাব্দে 

(B) ১৯১২ খ্রিস্টাব্দে 

(C) ১৯১৬ খ্রিস্টাব্দে 

(D) ১৯২২ খ্রিস্টাব্দে

উত্তর- ১৯০২ খ্রিস্টাব্দে।

  1. সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন- 

(A) রবার্ট ওয়েন 

(B) সাঁ সিমোঁ 

(C) কাল মার্ক্স 

(D) শার্ল ফুরিয়ের

উত্তর- (C) কাল মার্ক্স।

  1. ‘সমাজতন্ত্রবাদ’ কথাটি সর্বপ্রথম প্রচলন করেন-

(A) আর্নল্ড টয়েনবি 

(B) শার্ল ফুরিয়েব 

(C) রবার্ট আওয়েন 

(D) সাঁ সিমোঁ

উত্তর- (C) রবার্ট আওয়েন

  1. জার্মানির জোলভেরাইন গড়ে উঠেছিল—

(A) 1830 খ্রিস্টাব্দে 

(B) 1834 খ্রিস্টাব্দে 

(C) 1836 খ্রিস্টাব্দে 

(D) 1840 খ্রিস্টাব্দে

Ans: (B) 1834 খ্রিস্টাব্দে

  1. উনিশ শতকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে যে দেশটি পরিচিত ছিল—

(A) এশিয়া 

(B) আফ্রিকা 

(C) ইউরোপ 

(D) আমেরিকা

Ans: (B) আফ্রিকা

  1. ফ্রান্সে রেলপথ নির্মাণের ক্ষেত্রে প্রথম যে সম্রাট বিশেষ ভূমিকা গ্রহণ করেন –

(A) নেপোলিয়ন বোনাপার্ট 

(B) লুই ফিলিপ 

(C) তৃতীয় নেপোলিয়ন 

(D) অ্যাডলফ থিয়ার্স

Ans: (C) তৃতীয় নেপোলিয়ন

  1. দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল—

(A) 1907 খ্রিস্টাব্দে 

(B) 1912 খ্রিস্টাব্দে 

(C) 1913 খ্রিস্টাব্দে 

(D) 1914 খ্রিস্টাব্দে

Ans: (B) 1912 খ্রিস্টাব্দে

  1. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল—

(A) ফ্রান্স-জার্মানি সংঘাত 

(B) ইংল্যান্ড-জার্মানি সংঘাত 

(C) অস্ট্রিয়া-ফ্রান্স সংঘাত

(D) সেরাজেভো হত্যাকাণ্ড

Ans: (D) সেরাজেভো হত্যাকাণ্ড

  1. ‘কঙ্গো-ফ্রি-স্টেট’ গঠনের ক্ষেত্রে প্রধান উদ্যোগী দেশটি হল—

(A) পোর্তুগাল 

(B) হল্যান্ড 

(C) স্পেন 

(D) ইংল্যান্ড

Ans: (C) স্পেন

  1. ‘ওয়েল্ট পলিটিক’ নীতি গ্রহণ করেছিল—

(A) অটো ফন বিসমার্ক 

(B) কাইজার দ্বিতীয় উইলিয়াম 

(C) ক্লিমেশো 

(D) ফ্রেডারিক হিবার্ট

Ans: (B) কাইজার দ্বিতীয় উইলিয়াম

  1. ‘শিল্পবিপ্লব’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন- 

(A) অগাস্ত ব্লঙ্কি 

(B) লুই ব্লাঁ 

(C) আর্নল্ড টয়েনবি 

(D) ফিলিস ডিন

উত্তর- (A) অগাস্ত ব্লঙ্কি।

  1. ইংল্যাণ্ডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার স্বীকৃত হয়? 

(A) ১৮৬১ খ্রিস্টাব্দে 

(B) ১৮৬৭ খ্রিস্টাব্দে 

(C) ১৮৭১ খ্রিস্টাব্দে 

(D) ১৮৭৭ খ্রিস্টাব্দে

উত্তর- (C) ১৮৭১ খ্রিস্টাব্দে।

  1. শ্রমিকসহ ইংল্যাণ্ডের অধিকাংশ মানুষ ভোটাধিকার লাভ করে – 

(A) ১৮৬১ খ্রিস্টাব্দে 

(B) ১৮৬৭ খ্রিস্টাব্দে 

(C) ১৮৭১ খ্রিস্টাব্দে 

(D) ১৮৭৭ খ্রিস্টাব্দে

উত্তর- (B) ১৮৬৭ খ্রিস্টাব্দে।

  1. ‘জাতীয় কর্মশালা’ বা ন্যাশনাল ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়- 

(A) ফ্রান্সে 

(B) জার্মানিতে 

(C) ইংল্যাণ্ডে 

(D) বেলজিয়ামে

উত্তর- (A) ফ্রান্সে।

  1. ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক হলেন- 

(A) শার্ল ফুরিয়ের 

(B) রবার্ট ওয়েন 

(C) সাঁ সিমোঁ 

(D) আর্নল্ড টয়েনবি

উত্তর- (B) রবার্ট ওয়েন।

  1. যে সন্ধির মাধ্যমে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয়েছিল—

(A) বেসিনের সন্ধি 

(B) অমৃতসর সন্ধি 

(C) তিয়েনসিন সন্ধি 

(D) অ্যামিয়েন্স সন্ধি

Ans: (D) অ্যামিয়েন্স সন্ধি

  1. নাটাল ব্রিটিশ উপনিবেশভুক্ত হয়েছিল—

(A) 1840 খ্রিস্টাব্দে 

(B) 1841 খ্রিস্টাব্দে 

(C) 1842 খ্রিস্টাব্দে 

(D) 1843 খ্রিস্টাব্দে

Ans: (C) 1842 খ্রিস্টাব্দে


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1


1. কে সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ' কথাটির প্রচলন করেন?

উঃ  ইউটোপীয় সমাজতন্ত্রী সাঁ সিমোঁ সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটির প্রচলন করেন।


2. কাকে ‘সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা' বলা হয় ?

উঃ সাঁ সিমোঁকে ‘সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা' বলা হয় । 


3. ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু নামে কে পরিচিত ছিলেন ?

উঃ ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরু নামে পরিচিত ছিলেন সাঁ সিমোঁ ।


4. ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক' বলা হয় কাকে?

উঃ  ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক বলা হয় রবার্ট ওয়েনকে।


5. কারা, কাদের ইউটোপিয়ান' বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রী বলে অভিহিত করেন?

উঃ  কার্ল মার্কস ও তাঁর অনুগামীরা, আদি সমাজতন্ত্রীদের 'ইউটোপিয়ান' বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রী বলে অভিহিত করেন।


6. রবার্ট ওয়েন-এর লেখা দুটি গ্রন্থের নাম লেখো।

উঃ রবার্ট ওয়েন-এর লেখা দুটি গ্রন্থ হল — [1] 'আ নিউ ভিউ অব সোসাইটি' এবং [2] 'রিপোর্ট টু দ্য কাউন্টি অব ল্যানার্ক'।


7. রবার্ট ওয়েন-এর একটি গ্রন্থের নাম লেখো যেখানে তিনি

উঃ সমাজতান্ত্রিক আন্দোলনের নতুন পথের সন্ধান দেন। রবার্ট ওয়েন-এর একটি গ্রন্থের নাম নিউ ভিউ অব সোসাইটি' যেখানে তিনি সমাজতান্ত্রিক আন্দোলনের নতুন পথের সন্ধান দেন।


৪. দুজন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীর নাম লেখো।

উঃ  দুজন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদী হলেন—[1] কার্ল মার্কস ও [2] ফ্রেডরিখ এঙ্গেলস।


9. শিল্পবিপ্লবের ফলে সমাজে কোন্ কোন্ শ্রেণির উদ্ভব ঘটে ?

উঃ  শিল্পবিপ্লবের ফলে সমাজে মালিকশ্রেণি ও শ্রমিকশ্রেণির উদ্ভব ঘটে।


10. কে কমিউনিস্ট ম্যানিফেস্টো' বা 'কমিউনিস্ট ইস্তাহার' নাম ,পুস্তিকাটি রচনা করেন?

উঃ  কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' বা কমিউনিস্ট ইস্তাহার' নামক পুস্তিকাটি রচনা করেন।


11. 'সম্পত্তি কী' বইটি কার রচনা?

উঃ ‘সম্পত্তি কী’বইটি প্রুধোঁ-র রচনা।


12. 'অর্গানাইজেশন অব লেবার কার লেখা ?

উঃ  'অর্গানাইজেশন অব লেবার’লুই রাঁ-এর লেখা।


13. কবে, কার উদ্যোগে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠিত হয় ?

উঃ  ১৮৬৪ খ্রিস্টাব্দে কার্ল মার্কসের উদ্যোগে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্‌স অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠিত হয়।

                                                                                                                                                                     

14. মার্কস ও এঙ্গেলস-এর উদ্যোগে ১৮৬৪ খ্রিস্টাব্দে কোথায় আন্তর্জাতিক শ্রমিক সংঘের প্রথম অধিবেশন হয়েছিল?

উঃ ১৮৬৪ খ্রিস্টাব্দে লন্ডনে আন্তর্জাতিক শ্রমিক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল এবং মার্কস ও এঙ্গেলসের উদ্যোগে ১৮৬৬ খ্রিস্টাব্দে জেনেভায় এর প্রথম অধিবেশন হয়েছিল। 


15. কে, কোথায় 'নিউ হারমনি' নামক সমাজতান্ত্রিক সমবায়টি প্রতিষ্ঠা করেন?

উঃ  রবার্ট ওয়েন আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যে ‘নিউ হারমনি নামক সমাজতান্ত্রিক সমবায়টি প্রতিষ্ঠা করেন।


16. 'Lectures on Industrial Civilisation' গ্রন্থটি কার রচনা?

উঃ 'Lectures on Industrial Civilisation' গ্রন্থটি আর্নল্ড টয়েনবির রচনা।


17. কোন গ্রন্থটি 'সমাজতন্ত্রবাদের বাইবেল' নামে পরিচিত?

উঃ  কার্ল মার্কসের লেখা 'দাস ক্যাপিটাল' ‘সমাজতন্ত্রবাদের বাইবেল' নামে পরিচিত।


18. দুজন আদি সমাজতন্ত্রবিদের নাম লেখো।

উঃ  দুজন আদি সমাজতন্ত্রবিদের নাম রবার্ট ওয়েন এবং সাঁ সিমোঁ ।


19. চার্টিস্ট আন্দোলন কী ?

উঃ  ১৮৩০-এর দশকে ইংল্যান্ডের শিল্প শ্রমিকরা ভোটাধিকারের দাবিতে যে আন্দোলন শুরু করে তা চার্টিস্ট আন্দালন নামে পরিচিত।


20. 'চার্টিস্ট আন্দোলন' কত খ্রিস্টাব্দে শুরু হয় ?

 উঃ  ‘চার্টিস্ট আন্দোলন' ১৮৩৮ খ্রিস্টাব্দে শুরু হয়।


21. কে ‘লুডাইট দাঙ্গায় নেতৃত্ব দিয়েছিলেন?

উঃ  ইংল্যান্ডের নেড লুড ‘লুডাইট দাঙ্গায়' নেতৃত্ব দিয়েছিলেন। 


22. ইংল্যান্ডে কোন্ আইনের সাহায্যে শ্রমিকদের সব ধরনের সভাসমিতি নিষিদ্ধ করা হয় ?

উঃ   'হেবিয়াস করপাস' আইনের সাহায্যে ইংল্যান্ডে শ্রমিকদের সব ধরনের সভাসমিতি নিষিদ্ধ করা হয়।


23. ঘেটো কী?

উঃ  ঘেটো হল বিভিন্ন শিল্প শহরের বিশেষ অঞ্চল যেখানে দরিদ্র শিল্প শ্রমিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে।


24. রবার্ট ওয়েন-এর নেতৃত্বে গঠিত শ্রমিক ইউনিয়নটির নাম কী? 

উঃ রবার্ট ওয়েন-এর নেতৃত্বে গঠিত শ্রমিক ইউনিয়নটি হল 'গ্র্যান্ড কনসলিডেটেড ন্যাশনাল ট্রেড ইউনিয়ন' (১৮৩৩ খ্রি.)।


25. কবে, কাদের উদ্যোগে 'লন্ডন ওয়ার্কিং মেন্‌স অ্যাসোসিয়েশন' বা 'লন্ডন শ্রমিক সমিতি' গড়ে ওঠে?

উঃ  ১৮৩৬ খ্রিস্টাব্দে উইলিয়াম লোভেট ও ফ্রান্সিস প্লেস-এর নেতৃত্বে ‘লন্ডন ওয়ার্কিং মেন্‌স অ্যাসোসিয়েশন' বা 'লন্ডন শ্রমিক সমিতি' গড়ে ওঠে। 


26. কাকে, কেন শ্রমিকদের বন্ধু' বলা হত?

উঃ  ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে শ্রমিকদের প্রতি তাঁর সহানুভূতির জন্য শ্রমিকদের বন্ধু' বলা হত।


27. জার্মানিতে প্রথম কে, কবে শ্রমিক দলের প্রতিষ্ঠা করেন ? 

উঃ জার্মানিতে প্রথম ফার্ডিন্যান্ড ল্যাসাল ১৮৬৩ খ্রিস্টাব্দে শ্রমিক দলের প্রতিষ্ঠা করেন।


28. চার্টিস্ট আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। 

উঃ  চার্টিস্ট আন্দোলনের কয়েকজন নেতা হলেন ও'ব্রায়েন, ও’কনোর, হারনে, আর্নেস্ট জোন্স প্রমুখ।


29. জার্মানির শ্রমিক আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। 

উঃ  জার্মানির শ্রমিক আন্দোলনের কয়েকজন নেতা হলেন ফার্ডিন্যান্ড ল্যাসাল, লাইবনেট এবং বেবেল।





30. আর্নল্ড টয়েনবি কোন্ সময়কে শিল্পবিপ্লবের সূচনাকাল বলে উল্লেখ করেছেন?

উঃ আর্নল্ড টয়েনবি ১৭৪০-৬০ খ্রিস্টাব্দকে শিল্পবিপ্লবের সূচনাকাল বলে উল্লেখ করেছেন।


31. আর্নল্ড টয়েনবির লেখা বইটির নাম কী ?

উঃ আর্নল্ড টয়েনবির লেখা বইটির নাম হল 'লেকচারস অন দ্য ইন্ডাসট্রিয়াল রেভল্যুশন ইন ইংল্যান্ড'।


32. শিল্পবিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন ?

উঃ শিল্পবিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক অগাস্ত র্যাঙ্কি (১৮৩৭ খ্রি.)।


33. কত খ্রিস্টাব্দে শিল্পবিপ্লব কথাটি প্রথম ব্যবহৃত হয় ?

উঃ ১৮৩৭ খ্রিস্টাব্দে শিল্পবিপ্লব কথাটি প্রথম ব্যবহৃত হয় ।


34. ফিলিস ডিন কোন্ সময়কে শিল্পবিপ্লবের সূচনাকাল বলে উল্লেখ করেছেন ?

উঃফিলিস ডিন ১৭৬০-৮০ খ্রিস্টাব্দকে শিল্পবিপ্লবের সূচনাকাল বলে উল্লেখ করেছেন।


35. ইংল্যান্ডের পরে কোন্ কোন্ দেশে শিল্পায়ন ঘটে ?

উঃ ইংল্যান্ডের পরে ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া প্রভৃতি দেশে শিল্পায়ন ঘটে।


36. 'পৃথিবীর কারখানা' নামে কোন্ দেশ পরিচিত ছিল?

উঃ ‘পৃথিবীর কারখানা' নামে ইংল্যান্ড পরিচিত ছিল।


37. ইংল্যান্ডকে কেন 'বিশ্বের কারখানা' বলা হয় ?

উঃ  বিশ্বের বাজার দখলের উদ্দেশ্যে ইংল্যান্ডে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠা করা হয় বলে ঐতিহাসিক ফিসার ইংল্যান্ডকে ‘বিশ্বের কারখানা' বলে অভিহিত করেছেন।


38. কোথায় প্রথম পুরোপুরি লোহার ব্রিজ তৈরি হয় ?

উঃ ইংল্যান্ডের স্রোপশায়ার অঞ্চলে ১৭৮১ খ্রিস্টাব্দে প্রথম আয়রন ব্রিজ তৈরি হয়েছিল।


39. কারা, কবে পিচের রাস্তা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন ?

উঃ টেলফোর্ড ও ম্যাকাডাম ১৮১১ খ্রিস্টাব্দে পিচের রাস্তা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন।


40. ফ্রান্সে করে শিল্পায়ন শুরু হয় ?

উঃ ফ্রান্সে শিল্পায়ন শুরু হয় ১৮১৫-৫০ খ্রিস্টাব্দের মধ্যে এবং চূড়ান্ত পরিণতি আসে ১৮৬০ খ্রিস্টাব্দের পর।


41. ফ্রান্সে সর্বপ্রথম কবে, কোথায় রেলপথ স্থাপিত হয়? 

উঃ ফ্রান্সে সর্বপ্রথম ১৮৩৭ খ্রিস্টাব্দে প্যারিস থেকে সা জেরম (সেন্ট জার্মেইন) পর্যন্ত রেলপথ স্থাপিত হয়।


42. ফরাসি শিল্পে মূলধন সরবরাহকারী দুটি ব্যাংকের নাম লেখো। 

উঃ ফরাসি শিল্পে মূলধন সরবরাহকারী দুটি ব্যাংকের নাম হল 'ক্রেদি ফঁসিয়ে' এবং 'ক্রেদি মবিলিয়ে'।


43. জার্মানিতে সর্বপ্রথম কবে, কোথায় রেলপথ চালু হয়? 

উঃ জার্মানিতে সর্বপ্রথম ১৮৩৫ খ্রিস্টাব্দে বাভেরিয়ায় রেলপথ চালু হয়। 


44. জার্মানির 'শিল্পবিপ্লবের জনক কাকে বলা হয় ?

উঃ জার্মানির 'শিল্পবিপ্লবের জনক' বলা হয় ফ্রেডারিক লিস্ট-কে। 


45. শিল্পবিপ্লবের সময় ফ্রান্সের কয়েকটি পুঁজিপতি গোষ্ঠীর নাম লেখো।

উঃ  শিল্পবিপ্লবের সময় ফ্রান্সের কয়েকটি পুঁজিপতি গোষ্ঠীর নাম হল লাফিং, হোপ, পেরিয়ার ব্রাদার্স প্রভৃতি।


46. ফ্রান্সে কোন্ কোন্ শিল্পের উন্নতি ঘটে ? 

উঃ  ফ্রান্সে বন্ধ, রেশম, লৌহ-ইস্পাত, কয়লা, কাগজ, চিনি, রাসায়নিক প্রভৃতি শিল্পের উন্নতি ঘটে।


47. কোন যন্ত্রের আবিষ্কারের ফলে প্রচুর পরিমাণ সুতো একসঙ্গে বোনা সম্ভব হয় ?

উঃ  জেমস্ হারপ্রিভস কর্তৃক স্পিনিং জেনি আবিষ্কারের (১৭৬৫খ্রি.) ফলে প্রচুর পরিমাণ সুতো একসঙ্গে বোনা সম্ভব হয়।


48. বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন ?

উঃ বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। 


49. কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন ?

উঃ জর্জ স্টিফেনসন প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার (১৮১৪ খ্রি.) করেন। 


50. বাষ্পচালিত রেলগাড়ি কে আবিষ্কার করেন ?

উঃ বাষ্পচালিত রেলগাড়ি আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন (১৮১৪ খ্রি.)।


51. কত খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কৃত হয়?

উঃ ১৭৬৫ খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কৃত হয়।


52. জন কে-র কোন আবিষ্কার বস্ত্রশিল্পে বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল ?

উঃ জন কে-র উড়ন্ত মাকু আবিষ্কার বস্ত্রশিল্পে বিপ্লব ঘটাতে সাহায্য করেরিছল। 


53. উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন?

উঃ 'উড়ন্ত মাকু (১৭৩০ খ্রি.) আবিষ্কার করেন জন কে।


54. স্পিনিং জেনি কে আবিষ্কার করেন ?

উঃ জেমস হারগ্রিভস স্পিনিং জেনি আবিষ্কার (১৭৬৫ খ্রি.) করেন।


55. বিদ্যুৎবিহীন টেলিগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন ?

উঃ  ক্লড শাপে ১৭৯৪ খ্রিস্টাব্দে বিদ্যুৎবিহীন টেলিগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন।


56. 'ওয়াটার ফ্রেম' কে আবিষ্কার করেন ?

উঃ 'ওয়াটার ফ্রেম' আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট (১৭৬৯ খ্রি.)। 


57. রাশিয়ায় সরকারি উদ্যোগে কত খ্রিস্টাব্দে রেলপথ চালু হয়?

উঃ রাশিয়ায় সরকারি উদ্যোগে ১৮৩৬ খ্রিস্টাব্দে রেলপথ চালু হয়।


58. কে. 'Lady with the Lamp' নামে পরিচিত ?

উঃ  ফ্লোরেন্স নাইটিংগেল 'Lady with the Lamp' নামে পরিচিত।


 সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3


1. শিল্পবিপ্লব বলতে কী বোঝো? অথবা, শিল্পবিপ্লব কাকে বলে ?

উঃ অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্পসামগ্রী উৎপাদন ও এর ফলে শিল্পসামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতির ঘটনা সাধারণভাবে শিল্পবিপ্লব নামে পরিচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ত রঙ্কি ১৮৩৭ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম ‘শিল্পবিপ্লব' কথাটি ব্যবহার করেন।


2. শিল্পবিপ্লবের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

উঃ শিল্পবিপ্লবের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল— [1] ধীরগতিতে সুনির্দিষ্ট পদক্ষেপে শিল্পের ধারাবাহিক প্রসার, [2] শিল্পে বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার, [3] বিপুল পরিমাণ মূলধনের বিনিয়োগ, [4] কাঁচামাল সংগ্রহ ও পণ্য বিক্রির জন্য ঔপনিবেশিক বাজার দখল, [5] প্রথমে ইংল্যান্ডে এবং পরবর্তীকালে অন্যান্য দেশে শিল্পবিপ্লবের প্রসার, [6] নগরকেন্দ্রিক শিল্প-সভ্যতার প্রসার প্রভৃতি।


3.কোন্ দেশে প্রথম শিল্পবিপ্লব শুরু হয়। কোন্ শিল্পকে কেন্দ্র করে প্রথম শিল্পের ক্ষেত্রে বিপ্লব ঘটে ?

উঃ প্রথম ইংল্যান্ডে শিল্পবিপ্লব শুরু হয়।বস্ত্রশিল্পকে কেন্দ্র করে প্রথম শিল্পের ক্ষেত্রে বিপ্লব ঘটে।


4. ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল কেন ?

উঃ ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হওয়ার কারণগুলি হল সেদেশে— [1] অনুকূল প্রাকৃতিক পরিবেশ, [2] সুলভ শ্রমিক ও মূলধনের জোগান, [3] শিল্পোৎপাদনের প্রয়োজনীয় কাঁচামালের জোগান, [4] উৎপাদিত পণ্য বিক্রির বিশাল ঔপনিবেশিক বাজার, [5] বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার প্রভৃতি।


5. শিল্প মূলধন কী?

উঃ শিল্পবিপ্লবের পর থেকে ইংল্যান্ডের পুঁজিপতিরা ব্যাবসাবাণিজ্যের পরিবর্তে শিল্প-উৎপাদনে অধিক পুঁজি বিনিয়োগ শুরু করেন। এই পুঁজিই ‘শিল্প মূলধন' নামে পরিচিত।


6. ইংল্যান্ডকে কেন 'বিশ্বের কারখানা' বলা হয় ?

উঃ অষ্টাদশ শতকে বিশ্বে প্রথম ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সূচনা ও প্রসার ঘটে। তখন থেকেই সেদেশে প্রচুর শিল্পকারখানা স্থাপিত হয় এবং প্রচুর শিল্পসামগ্রী উৎপাদিত হতে থাকে যেগুলি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে বিক্রির জন্য যায়। শিল্পোৎপাদনে ইংল্যান্ড হয়ে ওঠে বিশ্বের শ্রেষ্ঠ দেশ। এজন্য ইংল্যান্ডকে 'বিশ্বের কারখানা' বলা হয় ।


7. ফ্রান্সে শিল্পবিপ্লব কেন দেরিতে হয়েছিল ?

উঃ ফ্রান্সে শিল্পবিপ্লব দেরিতে হওয়ার কারণগুলি ছিল—[1] দেশে রাজনৈতিক অস্থিরতা শিল্পের প্রসারের সহায়ক ছিল না। [2] ফ্রান্সের অভিজাতরা শিল্পবাণিজ্যকে অমর্যাদাকর কাজ বলে মনে করত। [3] বিপ্লবের সময় কৃষকরা জমির মালিকানা পাওয়ায় তারা কৃষিতে আগ্রহী হয়ে পড়েছিল। [4] ফ্রান্সে উন্নত মানের কয়লা ও পরিবহন ব্যবস্থার অভাব ছিল।


8. রাশিয়ায় শিল্পায়ন দেরিতে শুরু হওয়ার দুটি কারণ উল্লেখ করো।

 উঃ রাশিয়ায় শিল্পায়ন দেরিতে শুরু হওয়ার দুটি প্রধান কারণ ছিল— [1] রুশ সামন্তপ্রভুরা শিল্প নয়, কৃষিকাজেই বেশি আকৃষ্ট ছিল। [2] শিল্প প্রতিষ্ঠার প্রয়োজনীয় মূলধনের জোগান ছিল না।


9. প্রাকৃতিক পরিবেশের কোন্ কোন্ সুবিধাগুলি ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটাতে সহায়তা করেছিল ?

উঃ ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সহায়ক প্রাকৃতিক পরিবেশগত সুবিধা ছিল—[1] ইংল্যান্ডের স্যাঁতসেঁতে আবহাওয়া, [2] খরস্রোতা নদী, [3] বায়ুশক্তির উপস্থিতি, [4] কয়লা ও লৌহখনির অবস্থান, [5] জলপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি।


10.আন্তর্জাতিক বাজারে ইংল্যান্ডের কাছে মহাদেশীয় শিল্প পণ্যগুলি পিছিয়ে পড়ে কেন?

উঃ আন্তর্জাতিক বাজারে ইংল্যান্ডের কাছে মহাদেশীয় শিল্পপণ্যগুলি পিছিয়ে পড়ার কয়েকটি কারণ হল — [1] ইংল্যান্ডের পণ্যসামগ্রীর উন্নত মান, [2] ইংল্যান্ডের সুবিশাল ঔপনিবেশিক বাজার, [3] ইংল্যান্ডের শক্তিশালী নৌবহর প্রভৃতি।


11. মহাদেশীয় ভূখণ্ডে কেন ইংল্যান্ডের পরে শিল্পায়ন শুরু হয় ?

উঃ মহাদেশীয় ভূখণ্ডের ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া প্রভৃতি দেশে ইংল্যান্ডের পরে শিল্পায়ন শুরু হয়। কারণ— [1] শিল্পবাণিজ্যের কাজকে অসম্মানজনক মনে করে এসব দেশের অভিজাতরা শিল্পকারখানা স্থাপনে এগিয়ে আসেননি। [2] ফ্রান্স, জার্মানি, ইটালি প্রভৃতি দেশে রাজনৈতিক অস্থিরতা শিল্পায়নের পথে বাধার সৃষ্টি করেছিল।


12. জার্মানিতে শিল্পবিপ্লব কেন দেরিতে শুরু হয়েছিল ?

উঃ জার্মানিতে শিল্পবিপ্লব দেরিতে হওয়ার কারণগুলি ছিল— [1] জার্মানির রাজনৈতিক অনৈক্য, [2] বিভিন্ন রাজ্যে পৃথক পৃথক শুল্ক আদায়ের নীতি, [3] কেন্দ্রীয় মুদ্রাব্যবস্থার অভাব, [4] সামন্তপ্রভুদের শিল্পে পুঁজি বিনিয়োগের অনীহা, [5] সুলভ শ্রমিকের অভাব প্রভৃতি।


13. শিল্পবিপ্লবের দুটি মূলগত বৈশিষ্ট্য লেখো।

উঃ শিল্পবিপ্লবের দুটি মূলগত বৈশিষ্ট্য হল — [1] কায়িক পরিশ্রমের পরিবর্তে বৃহৎ কারখানায় যন্ত্রের মাধ্যমে শিল্পপণ্য উৎপাদন এবং [2] মুনাফার ভিত্তিতে শিল্পপণ্য বাজারে বিক্রি করা।


14. ইংল্যান্ডের শিল্পবিপ্লবে নারীদের স্থান বা ভূমিকা কী ছিল ?

উঃ  ইংল্যান্ডের শিল্পবিপ্লব সেদেশের দরিদ্র নারীদের অর্থ উপার্জনের পথ তৈরি করে দিয়েছিল। অবিবাহিত ও বিবাহিত মহিলারা উপার্জনের উদ্দেশ্যে বিভিন্ন ঘরোয়া বস্ত্র কারখানা, কয়লা খনি প্রভৃতির কাজে নিযুক্ত হয়েছিল।


15.শিল্পবিপ্লবের সহায়ক দুটি যন্ত্রের নাম লেখো ।

উঃ  শিল্পবিপ্লবের সহায়ক দুটি উল্লেখযোগ্য যন্ত্র ছিল— [1] আর্করাইট কর্তৃক আবিষ্কৃত ওয়াটার ফ্রেম এবং [2] জেমস ওয়াট কর্তৃক আবিষ্কৃত বাষ্পীয় ইঞ্জিন।


16. 'ফ্যাক্টরি প্রথা' কেন গড়ে উঠেছিল?

উঃ ইংল্যান্ড তথা ইউরোপে শিল্পবিপ্লব সংঘটিত হওয়ার পর থেকে [1] যন্ত্রের সাহায্যে উৎপাদনের কাজে বিপুল পুঁজি বিনিয়োগের প্রয়োজন পড়ে। [2] যন্ত্রের সাহায্যে অল্প সময়ে প্রচুর শিল্পপণ্য উৎপাদিত থাকে। [3] শ্রমবিভাজন নীতির দ্বারা কাজে দক্ষতা বৃদ্ধি পায়। এই বিষয়গুলি সীমিত ক্ষেত্রে কুটিরশিল্পের মাধ্যমে বাস্তবায়িত হওয়া সম্ভব ছিল না। তাই ফ্যাক্টরি প্রথা গড়ে ওঠে।


17. অতিরাষ্ট্রিক অধিকার' কী ?

উঃ কোনো শক্তিশালী রাষ্ট্র যখন অপেক্ষাকৃত কোনো দুর্বল রাষ্ট্রের কাছ থেকে নিজ রাষ্ট্রীয় ক্ষমতার বলে কোনো বাড়তি অধিকার ভোগ করে অথচ অন্য সাধারণ রাষ্ট্রগুলি সেসব অধিকার থেকে বঞ্চিত হয় তাকে অতিরাষ্ট্রিক অধিকার বলে। যেমন—ঔপনিবেশিক আমলে ইংল্যান্ড-চিন এরূপ কিছু বাড়তি সুবিধা ভোগ করত।


18. শিল্পবিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল ?

উঃ শিল্পবিপ্লব বিভিন্নভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল—

[1] শিল্পোন্নত দেশগুলি শিল্পপণ্য বিক্রির বৈদেশিক বাজার দখলের জন্য উপনিবেশ দখল শুরু করে। [2] পণ্য বিক্রির মাধ্যমে শিল্পপতিদের হাতে বিপুল অর্থসম্পদ সজ্জিত হলে তা নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করে আরও মুনাফা লাভের আশায় উপনিবেশ দখল শুরু করে। [3] শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্যও উপনিবেশ দখল জরুরি হয়ে পড়ে।


19.মালিকশ্রেণি বলতে কাদের বোঝায় ?

উঃ মালিকশ্রেণি বলতে শিল্পোৎপাদনে পুঁজি বিনিয়োগকারী শ্রেণিকে বোঝায়। এদেরই শিল্পকারখানায় দরিদ্র শ্রমিকরা উৎপাদন কার্য অব্যাহত রেখে শ্রমের বিনিময়ে মজুরি লাভ করে


20. বিজ্ঞানসম্মত সমাজতন্ত্র কী ?

উঃ  উনিশ শতকের বিশিষ্ট দার্শনিক কার্ল মার্কস ও তাঁর সহযোগী ফ্রেডারিখ এঙ্গেলস যৌথভাবে 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' (১৮৮৪ খ্রি.) প্রকাশ করেন। এই ইস্তাহারেই তাঁরা বৈজ্ঞানিক ভিত্তিতে সমাজতান্ত্রিক দর্শনের ব্যাখ্যা দেন। তাঁদের এই মতবাদ বিজ্ঞানসম্মত সমাজতন্ত্র নামে পরিচিত।


21. শিল্পবিপ্লবের দুটি সামাজিক কুফল উল্লেখ করো।

উঃ   শিল্পবিপ্লবের ফলে দুটি গুরুত্বপূর্ণ সামাজিক কুফল ছিল—[1] গ্রামের বহু দরিদ্র কৃষক শিল্পকারখানাগুলিতে কাজের খোঁজে চলে এলে গ্রামের জনসংখ্যা হ্রাস পায় ও গ্রামীণ জীবনে ভাঙন দেখা দেয়। [2] কারখানায় অল্প মজুরিতে দিনের বেশিরভাগ সময় কাজ করতে বাধ্য হলে শ্রমিকদের জীবনে নানা দুর্দশা নেমে আসে ৷


22.  'ফ্যাক্টরি প্রথা' কী ?

উঃ  শিল্পবিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্পকারখানা গড়ে ওঠে। এসব কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পোৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। = বৃহৎ কারখানাভিত্তিক এই ব্যবস্থা ‘ফ্যাক্টরি প্রথা' নামে পরিচিত।


23.  শিল্পবিপ্লবের ফলে গড়ে ওঠা দুটি নতুন শহরের নাম লেখো।

উঃ   শিল্পবিপ্লবের ফলে গড়ে ওঠা নতুন শহর হল — ম্যাজেস্টোর, গ্লাসগো, লিভারপুল, ব্রিস্টল ও বার্মিংহাম প্রভৃতি।


24.  শ্রমবিভাজন নীতি কাকে বলে ?

উঃ  ইউরোপে শিল্পবিপ্লব ঘটার পর শিল্পকারখানাগুলির উৎপাদন কার্যে এক-একজন শ্রমিক কোনো কাজের এক-একটি অংশ তৈরিতে নিযুক্ত থাকত। এটি শ্রমবিভাজন নীতি' নামে পরিচিত।


25.  “লুডাইট দাঙ্গা’ কী ?

উঃ ইংল্যান্ডের শ্রমিকরা কারখানার মেশিনগুলিকে তাদের আসল শত্রু মনে করতে থাকে। কারণ, এই কারখানাগুলিতে কাজ করেই তাদের জীবনে সীমাহীন দুর্দশা নেমে আসে। এজন্য নেড লুড নামে এক শ্রমিকের নেতৃত্বে তারা মেশিনগুলি ভেঙে দুর্দশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। ইংল্যান্ডে ১৮১১-১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই মেশিন ভাঙার আন্দোলন ‘লুডাইট দাঙ্গা' নামে পরিচিত।


26. ‘হেবিয়াস করপাস' কী ?

উঃ  ‘হেবিয়াস করপাস’(১৬৭৯ খ্রি.) হল রাজা দ্বিতীয় চার্লসের আমলে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রবর্তিত শ্রমিক-বিরোধী এক আইন যার দ্বারা শ্রমিকদের ওপর দমননীতি চালানো হত।


27. ‘পিটারলু-র হত্যাকাণ্ড' কী ?

উঃ  ব্রিটিশ সরকার ‘হেবিয়াস করপাস' আইনের দ্বারা শ্রমিকদের সভাসমিতি নিষিদ্ধ করলে প্রায় ৫০ হাজার শ্রমিক এই আইনের প্রতিবাদে ম্যাঞ্চেস্টারের সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে ১১ জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা ‘পিটারলু-র হত্যাকাণ্ড’ নামে পরিচিত।


28. জুন মাসের গৃহযুদ্ধ' কবে, কোথায় হয়েছিল ?

উঃ  ফ্রান্সে ১৮৪৮ খ্রিস্টাব্দের নির্বাচনে প্রজাতন্ত্রীরা জয়লাভ করে সেখানকার জাতীয় কর্মশালাগুলি বন্ধ করে শ্রমিকদের বিতাড়িত করে। ফলে ১৮৪৮ খ্রিস্টাব্দের জুন মাসে হাজার হাজার সমাজতন্ত্রী প্যারিসের রাস্তায় অবরোধ গড়ে তোলে। সেনাপতি ক্যাভিগন্যাক গুলি চালিয়ে প্রায় ৫০০ জন শ্রমিককে হত্যা করেন। এই ঘটনা ‘জুন মাসের গৃহযুদ্ধ' নামে পরিচিত।


29.  “রক্তাক্ত মে সপ্তাহ' কী?

উঃ  ফ্রান্সের শ্রমিকরা প্যারিসের শাসন পরিচালনার জন্য ১৮৭১ খ্রিস্টাব্দে প্যারি কমিউন গঠন করলে সরকারি সেনাবাহিনী এক সপ্তাহ (২২-২১ মে, ১৮৭১ খ্রি.) শ্রমিকদের ওপর নির্মম হত্যালীলা চালায়। এই ঘটনা 'রক্তাক্ত মে সপ্তাহ' নামে পরিচিত।


30.  বিশ্বের প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন কোনটি? এটি কবে, কার উদ্যোগে গড়ে ওঠে?

উঃ  বিশ্বের প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন হল 'কমিউনিস্ট লিগ'। © কমিউনিস্ট লিগ ১৮৪৭ খ্রিস্টাব্দে কার্ল মার্কসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।


31. শিল্পবিপ্লবের পর গ্রামীণ সমাজ কেন ভেঙে পড়েছিল?

উঃ  শিল্পবিপ্লবের পর গ্রামের বহু দরিদ্র কৃষক নগদ মজুরিতে কাজের জন্য শহরের শিল্পাঞ্চলগুলিতে চলে আসে। ফলে গ্রামের জনসংখ্যা যথেষ্ট হ্রাস পায় ও গ্রামীণ সমাজে ভাঙন দেখা দেয়।


32. অষ্টাদশ শতকে শিল্প-শ্রমিকদের জীবন কেমন ছিল ?

উঃ  অষ্টাদশ শতকে ইউরোপের শিল্প-শ্রমিকদের জীবনে সীমাহীন দুর্দশা দেখা দিয়েছিল [1] তারা দৈনিক ১৬-১৮ ঘণ্টা কাজ করতে বাধ্য হত। [2] প্রচুর পরিশ্রম করেও তারা সামান্য মজুরি পেত যা দিয়ে তাদের ভরন-পোষণ চলত না। [3] তাদের পরিবারের ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ ছিল না। [4] তারা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে বাধ্য হত। [5] নানা রোগে আক্রান্ত হয়ে তাদের অনেকেরই অকালমৃত্যু ঘটত।


33. ইংল্যান্ডের দুটি শিল্পনগরীর নাম লেখো।

উঃ  ইংল্যান্ডের দুটি শিল্পনগরী অর্থাৎ শিল্পকারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা দুটি শহর ছিল— [1] ম্যাঙ্কেস্টার ও [2] গ্লাসগো।







No comments:

Post a Comment