GK questions answer in Bengali Part-17 - Studing School

Fresh Topics

Thursday, September 12, 2024

GK questions answer in Bengali Part-17

 GK questions answer in Bengali Part-17






আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর , বাংলা জিকে কোশ্চেন অ্যানসার, Gk question in Bengali , WBCS, WBP, RAIL, NTPC, CHSL CGL, SSC, ICDS,RRB, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। General knowledge question in Bengali , Important gk Question in bengali শেয়ার করছি।

Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 17 : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 17 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।


1. তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেন?

উত্তর -রাজরাজ


2. পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? 

উত্তর -অনন্ত বর্মন


3. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? 

উওর -প্রথম নরসিংহ বর্মন


4. অ্যামিবার গমন অঙ্গ হল 

উত্তর:-ক্ষণপদ


5. ম্যাক্স প্ল্যাঙ্ক যে বিষয়ে নোবেল সম্মানলাভ করেছেন ?

উত্তর — পদার্থবিদ্যা



6. রক্তে রক্তরসের পরিমাণ শতকরা কত?

 উত্তর- ৫৫ শতাংশ


7.  কে আবিস্কার করেন যে চাঁদে অনেক পাহাড় আছে।

উত্তর:- গ্যালিলিও


8.  তড়িৎ প্রবাহকে নির্ণয় করতে কি ব্যবহার করা হয়।

 উত্তর - গ্যালভানোমিটার


9. গাড়ির ব্যাটারীতে কোন  অ্যাসিড ব্যবহার করা হয়।

উত্তর- সালফিউরিক অ্যাসিড


10. কোয়ার্টজ –এ সিলিকা নামক মৌলটি বর্তমান।


11. গুঁড়ো কাঁচ অস্বচ্ছ কারণ -এতে প্রতিসরণ ঘটে।


12. কোনো ক্ষেপণাস্ত্রের গতিপথ— উপবৃত্তাকার।


13. আর্গ এবং জুল হল কার্য এবং শক্তির একক।


14. একটি পরমাণুর মধ্যে প্রোটন, নিউট্রন এ ইলেকট্রন নামে তিন প্রকারের কণিকা থাকে।


15. সি.ভি. রমন নোবেল সম্মান লাভ করেন— আলোর ছড়িয়ে পড়া বর্ণনা করে।


16. দীর্ঘ ৭৬ বছর অন্তর হ্যালীর ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হয়।


17. ধূমকেতুর কক্ষপথ— উপবৃত্তাকার। শ


18. সমুদ্রতলদেশের গভীরতা শব্দ তরঙ্গ দ্বারা পরিমাপ করা হয়।


19.দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান আলো হল লাল।


20. উত্তল লেন্স পর্দার বস্তু উৎসের একটি প্রতিচ্ছবি তৈরি করে।


21. অক্সিজেনের আণবিক গুরুত্ব ১৬ কথাটির অর্থ হল— অক্সিজেনের একটি অণুর ওজন প্রায় ১৬ গ্রাম।


22. ক্লোরোফিল সৌরশক্তিকে শোষণ করে।


23. একটি অধাতব পদার্থ যা সাধারণ উষ্ণতায় ও চাপে তরল তা হল ব্রোমিন।


24.লোহার আকরিকের নাম হল ম্যাগনেটাইট ও হেমাটাইট।


25.HCL, গ্যাস, HI এবং HF হল সমযোজী যৌগ।


26. ‘ বেঙ্গল হরকরা ' প্রকাশিত হয় কবে? ১৭৯৮ সালে


27. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ


28. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ড. রাজেন্দ্র প্রসাদ


29. পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দেবপাল


30. সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয় সেন

No comments:

Post a Comment