GK questions answer in Bengali Part-16|Biology McQ| All competitive exams questions answer|
Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 16 : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 16 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
১. কোন প্রক্রিয়ায় জীবদেহে শক্তির মুক্তি ঘটে ?
(ক) শ্বসন
(খ) সালোক সংশ্লেষ
(ঘ) কোনটিই নয়
(ঘ) ডায়াবেটিস
(গ) ফটোলাইসিস
উঃ- (ক) শ্বসন
২. নীচের কোনটি আলাদা প্রকৃতির?
(ক) হ্রস্বদৃষ্টি
(খ) বিসমদৃষ্টি
(গ) অ্যাস্টিগম্যাটিজম
(ঘ) ডায়াবেটিস
উঃ- (ঘ) ডায়াবেটিস (অন্যগুলো চোখের রোগ)
৩. মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টির রোগে মানুষ--
(ক) দূরের জিনিস ভাল দেখতে পায় না
(খ) কাছের জিনিস দেখতে পায় না
(গ) দুটোই
(ঘ) কোনটিই নয়
উঃ- (ক) দূরের জিনিস ভাল দেখতে পায় না
৪. বিষম দৃষ্টির ত্রুটি নিবারণে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় ?
(ক) অবতল
(খ) উত্তল
(গ) বেলনাকার
(ঘ) কোনটিই নয়
উঃ- (গ) বেলনাকার
৫. মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি?
(ক) রেডিও
(খ) ফিমার
(গ) স্টেপিস
(ঘ) ফিমার
উঃ- (খ) ফিমার
৬. ফুসফুসের আবরণকে কি বলে ?
(ক) পুরা
(খ) হৃঝিল্লি
(গ) প্লাসেন্টা
(ঘ) সবকটিই
উঃ- (ক) পুরা
৭. হৃদপিণ্ডের আবরণকে কি বলে ?
(ক) হৃদঝিল্লি
(খ) প্লাসেন্টা
(গ) রেটিকুলাম
(ঘ) কোনটিই নয়
উঃ- (ক) হৃদঝিল্লি (পেরিকার্ডিয়াম পর্দা)
৮. স্নায়ুতন্ত্রের একক কোনটি?
(ক) নিউরোন
(খ) নেফ্রন
(গ) নেফ্রেডিয়া
(ঘ) কোনটিই নয়
উঃ- (ক) নিউরোন
৯. সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে ?
(ক) ভিটামিন A
(খ) ভিটামিন B
(গ) ভিটামিন D
(ঘ) ভিটামিন
উঃ- (গ) ভিটামিন D
১০. লিটমাসের উৎস হল —
(ক) শৈবাল
(খ) ছত্রাক
(গ) ব্যাঙের ছাতা
(ঘ) ইস্ট
উঃ- (ক) শৈবাল
১১. সবচেয়ে বেশী ক্যালরি পাওয়া যায় কোন খাদ্যে ?
(ক) কার্বোহাইডেট
(খ) প্রোটিন
(গ) স্নেহ জাতীয়
(ঘ) লবণ
উঃ- (গ) স্নেহ জাতীয়
১২. অরিকল বা অলিন্দ স্তন্যপায়ী প্রাণীর যে অঙ্গের অন্তর্গত তা হল---
(ক) অগ্ন্যাশয়
(খ) পিত্তস্থলী
(গ) হৃদপিণ্ড
(ঘ) বৃক্ক
উঃ- (গ) হৃদপিণ্ড
১৩. ভিটামিন D-এর অভাবে বয়স্কদের যে রোগ হয়—
(খ) স্কার্ভি
(খ) অস্টিওম্যালেসি
(গ) রাতকানা
(ঘ) কোনটিই নয়
উঃ-(ক) অস্টিও ম্যালেসিয়া
১৪, দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন—
(ক) কার্বোহাইড্রেট
(খ) স্নেহদ্রব্য
(গ) প্রোটিন
(ঘ) কোনটিই নয়
উঃ- (গ) প্রোটিন।
১৫. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
(ক) B
(খ) A
(গ) C
(ঘ) D
উঃ-(ঘ) D
১৬. দুধ একটি – দ্রবণ।
(ক) সাধারণ
(খ) সুষম
(গ) কলয়ডীয়
(ঘ) প্রলম্বন
উঃ- (ক) কলয়ডীয়
১৭. রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
(ক) A
(খ) C
(গ) B
(ঘ) D
উঃ- (ক) A
১৮. জিনের প্রধান উপাদান হচ্ছে
(ক) RNA
(খ) DNA
(গ) উভয়েই
(ঘ) কোনটিই নয়
উত্তর:-(খ) DNA
১৯ BHC পাউডার হল--
(ক) কীটনাশক
(খ) ব্যাকটেরিয়ানাশক
(গ) জীবাণুনাশক
(ঘ) কোনটিই নয়
উঃ (ক) কীটনাশক
(২০) হলুদ জ্বর রোগ সংক্রমণের বাহক কোনটি ?
(ক) এডিস মশা
(খ) অ্যানোফিলিস মশা
(গ) স্ত্রী মশা
(ঘ) কিউলেক্স মশা
উঃ- (ক) এডিস মশা
২১. স্ট্রেপটোমাইসিনের আবিষ্কারক কে?
(ক) আলেকজান্ডার ফ্লেমিং
(খ) ওয়াকম্যান
(গ) ওয়াটসন
(ঘ) কেউই নয়
উঃ- (খ) ওয়াকম্যান
২২. রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনের কাজে সাহায্য করে---
(ক) গ্লোমেরুলাস
(খ) বৃক
(গ) ফুসফুস
(ঘ) ঝিল্লী
উঃ- (ক) গ্লোমেরুলাস
২৩. পাইওরিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
(ক) A
(খ) D
(গ) E
(ঘ) C
উত্তর:- (ঘ) C
No comments:
Post a Comment