Gk questions answer in Bengali Part- 9। All competitive exams questions with answers। - Studing School

Fresh Topics

Saturday, September 7, 2024

Gk questions answer in Bengali Part- 9। All competitive exams questions with answers।

  

Gk questions answer in Bengali Part- 9। All competitive exams questions with answers।


সমস্ত ধরনের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন উত্তর গুলো গুরুত্ব পূর্ন। এক কথায় all competitive exams এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমকা পালন করে।


.বৈশাখী কোন রাজ‍্যের একটি বিখ্যাত উৎসব ?

উত্তর- পাঞ্জাব

২.মৃণালিনী সারাভাই কোন ধরনের নৃত‍্যশৈলীর সঙ্গে জড়িত ?

উত্তর- ভারতনাট‍্যম

৩.ব‍্যাঙ এর ক্রমোজম সংখ্যা কটি ?

উত্তর- 22 টি

৪.নিউমোনিয়া কিসের দ্বারা হয় ?

উত্তর- ব‍্যাকটেরিয়া

৫.কোন ফলে অ্যাসকরবিক অ্যাসিড উপস্থিত ?

উত্তর- লেবুতে

৬.নিস্ক্রিয় গ‍্যাসের অণুতে কটি পরমানু থাকে ?

উত্তর- 1 টি

৭.ভিটামিন B7 এর অপর নাম কি ?

উত্তর- H

৮.মৌমাছি গড়ে কত দিন বাঁচে ?

উত্তর- 50-60 দিন

৯.মৃচ্ছকটিকম গ্ৰন্থটির রচিয়তা কে ?

উত্তর- শূদ্রক

১০.তিলপাড়া ব‍্যারেজ কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর- ময়ুরাক্ষী

১১.নীতিআয়োগ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর- নিউ দিল্লি

১২.ওজন হোল এর নামকরণ কে করেন ?

উত্তর-  বিজ্ঞানী ফারমেন

১৩.ট‍্যাফিক এ হলুদ আলোর নির্দেশ কি দেয় ?

উত্তর- ধীরে যান

১৪.গাড়িতে ব‍্যবহৃত হাইড্রোলিক ব্রেক কার সুএ ?

উত্তর- পাস্কালের


১৫.নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর- প্রথম কুমারগুপ্ত

১৬..মৌমাছি পালন বিদ‍্যা কে কি বলে ?

উত্তর- এপিকালচার

১৭.ভারতের কটি রাজ‍্যের মধ‍্যদিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?

উত্তর- 8 টি

১৮.মরুভূমিতে জম্নানো উদ্ভিদদের কি বলে ?

উত্তর- জেরোফাইট

১৯.ক্রিপস মিসন ভরতে কত সালে আসে ?

উত্তর- 1942 সালে

২০.মুখ‍্যমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত বছর ?

উত্তর-  25

২১.ম‍্যালেরিয়া রোগের জন‍্য দায়ী কোন মশা ?

উত্তর- অ্যানোফিলিস মশা

23. প্রথম কোন ভারতীয় ইনক্লাব জিন্দাবাদ স্লোগান তোলে ?

উত্তর-  ভগৎ সিং

২৩.কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লোম থাকে না ?

উত্তর- তিমি

২৪.ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর- আকবর

২৫.ওডোমিটার যন্ত্রের কি পরিমাপ করা হয় ?

উত্তর- অতিক্রান্ত দূরত্বে

২৬.. সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় ?

উত্তর-  360

২৭.টিপু সুলতানের রাজধানীর নাম কি ?

উত্তর- শ্রীরঙ্গপত্তম

২৮.ফো কুয়ো কিং গ্ৰন্থটির লেখক কে ?

উত্তর-  ফা হিয়েন

২৯. কোষের শক্তিঘর কাকে বলে ?

উত্তর- মাইট্রোকণ্ডিয়াকে

৩০.জেনেটিক কোডের আবিস্কারক কে ?

উত্তর- হরগোবিন্দ খোরানা

৩১.পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচিত মুখ‍্যমন্ত্রীর নাম কি ?

উউত্তর- বিধান চন্দ্র রায়

৩২.ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?

উত্তর- K2

৩৩.আশ্বিনের ঝড় কোথায় দেখা যায় ?

উত্তর- পশ্চিমবঙ্গ

৩৪.পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কে প্রমাণ করেন ?

উত্তর-  কোপারনিকাস

৩৫.সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় কোন জাতীয় খাদ‍্যে ?

উত্তর- স্নেহ জাতীয় খাদ‍্যে

৩৬.দাবা খেলার উৎপত্তি কোথায় ?

উত্তর- ভারত

৩৭.হরিসেন কার সভাকবি ছিলেন ?

উত্তর- সমুদ্রগুপ্ত

৩৮.ইটের মতো শক্ত ও লাল বর্ণের মৃত্তিকা কোনটি ?

উত্তর-  ল‍্যাটেরাইট

৩৯.কাকা বাবু চরিত্রটির স্রষ্টা কে ?

উত্তর- সুনীল গঙ্গোপাধ্যায়

৪০.বিশ্ব ক‍্যানসার দিবস কবে পালিত হয় ?

উত্তর- 4 ফেব্রুয়ারি

৪১.বিজলী ঝড়ের নামকরণ করে কোন দেশ  ?

উত্তর- ভারত

৪২.গৌর বংশের প্রতিষ্ঠতা কে ?

উত্তর- শশাঙ্ক

৪৩.বিশ্বে ধান উৎপাদনে প্রথম কোন দেশ ?

উত্তর - চীন

৪৪.ভারতের মশলার বাগান বলা হয় কোন রাজ‍্য কে ?

উত্তর- কেরালাকে

৪৫.পৃথিবীর যমজ গ্ৰহ বলা হয় কোন গ্ৰহকে ?

উত্তর- শুক্র

৪৬.অমর কোষ কে রচনা করেন ?

উত্তর- অমর সিংহ

৪৭.রেডিও কে আবিষ্কার করেন ?

উত্তর- মার্কোনি

৪৮.নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর- 1958 সালে

৪৯.রামসার ক্ষেত্র বলতে বোঝায় ?

উত্তর- জলাভূমি

৫০.মহাবীরের মৃত‍্যু কোথায় হয় ?

উত্তর- পাবাপুরীতে

৫১.কোন ভারতীয় মহিলা দুবার এভারেস্ট জয়  করেছেন  ?

উত্তর- সন্তোষ যাদব


৫২.কোন গাছকে জীবন বৃক্ষ বলা হয় ?

উত্তর- খেজুর

৫৩.ভারতের কোন রাজ‍্যকে নদীর দেশ বলা হয় ?

উত্তর- কেরালাকে

৫৪.সিলিকন সবচেয়ে বেশি  থাকে কিসে ?

উত্তর- বালিতে

৫৫.অ্যাসিড বৃষ্টির ফলে তাজমহলের রং কি হয়ে যাচ্ছে ?

উত্তর- হলুদ

৫৬. টমেটো তে কোন অ্যাসিড থাকে ?

উত্তর- ম‍্যালিক

৫৭.সাপের বিষে কোন ধাতুর কণা থাকে ?

উত্তর- জিঙ্ক

৫৮.ধান গাছে কটি ক্রোমোজম থাকে ?

উত্তর- 24 টি


No comments:

Post a Comment