G.k questions Answer in Bengali Part- 11 | primary Tet | All competitive exams questions answer | - Studing School

Fresh Topics

Saturday, September 7, 2024

G.k questions Answer in Bengali Part- 11 | primary Tet | All competitive exams questions answer |

 G.k questions Answer in Bengali Part- 11 | primary Tet | All competitive exams questions answer |


বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে যেমন গ্রুপ C, group, WBCS, west Bengal Board exams, Primary Tet, Rail, Bank, etc এক কথায়  competitive exams er ক্ষেত্রে প্রশ্ন উত্তরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন উত্তরগুলো নিচে দেওয়া হলো।


১. ব্যাকটিরিয়াকে বিনাশ করতে রসুন বেশ কার্যকর, কে আবিষ্কার করেন?

উত্তর-  লুই পাস্তুর, ১৯৫৮ সালে


২. বাদামে কোন মৌলিক পদার্থ বিদ্যমান ?

উত্তর- ম্যাগনেসিয়াম


৩. চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি কি ?

উত্তর– ভিটামিন 'এ', 'ডি' এবং 'ই'


৪. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?

উত্তর– ভিটামিন-এ'


৫.  অস্থি ও দন্ত তৈরিতে কোন ভিটামিন সাহায্য করে ?

উত্তর– ভিটামিন 'ডি'


৬. ভিটামিন 'ডি' পাওয়া যায় কোন খাদ্যে ?

উত্তর- দুধ ও ডিমে


৭. সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই ?

উত্তর– ভিটামিন 'ডি'


৮. বাচ্চাদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেসির রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?

উত্তর– ভিটামিন-ডি'


৯. অ্যামাইনো অ্যাসিড কত প্রকার ও কি কি ?

উত্তর– ২২ প্রকার


১০.প্রাণীর জনন কার্যে ও পেশীর স্বাভাবিক কাজের জন্য প্রয়োজন কোন ভিটামিন ?

উত্তর– ভিটামিন 'ই'


১১. কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা রোগ হয় ?

উত্তর– ভিটামিন 'বি-১২'


১২. শর্করার উপাদান কি কি ?

উত্তর- কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন


১৩. অতিরিক্ত শর্করা দেহে কিভাবে জমা থাকে ?

উত্তর- গ্লাইকোজেন রূপে


১৪.দেহে সর্বোচ্চ তাপ উৎপাদনকারী উপাদান কি ?

উত্তর— চর্বি


১৫.কোথায় চর্বি সবচেয়ে বেশি শোষিত হয় ?

উত্তর– লসিকাতন্ত্রে


১৬.  কফির কোন উপাদানটির জন্য ঘুম হয় না ?

উত্তর- ক্যাফেইন।


১৭.কচু খেলে গলা চুলকায় কি জন্য ?

উত্তর– ক্যালসিয়াম অক্সালেটের জন্য


 ১৮. মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজন ?

উত্তর- প্রোটিন (আমিষ)


১৯.দুধের শ্বেতসার বা শর্করাকে কি বলা হয় ?

উত্তর- ল্যাকটোজ


২০.উচ্চ শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাদ্য কোনটি ?

উত্তর- মাংস


২১. নিম্নশ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাদ্য কোনটি ?

উত্তর- ডাল


২২. সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় কোন ফলে ? 

উত্তর- ডাবে


২৩. সুষম খাদ্য প্রধান তিনটি খাদ্য উপাদানের অনুপাত (শকরাঃ প্রোটিন : স্নেহপদার্থ) কি ধরণের ?

উত্তর- ৪:১:১


২৪. মানবদেহে রক্তের পরিমাণ কত ?

উত্তর- ৫ ৬ লিটার (পূর্ণবয়স্ক মানবদেহে)


২৫. মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে ?

উত্তর– উত্তল লেন্স


২৬. ০.৯ শতাংশ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে কি বলা হয় ?

উত্তর–নরম্যাল স্যালাইন


২৭. মানুষের প্রতি কোষে সেক্স ক্রোমোজোম থাকে কয়টি ?

উত্তর – ২ টি


২৮. রক্ত আমাশয়ের জীবাণুর নাম কি ?

উত্তর– সিগেলা


২৯.এন্টামিবার সংখ্যাধিক্য মানব দেহে কি সৃষ্টি করে ?

উত্তর– আমাশয়


 ৩০. হেপাটাইটিস রোগের প্রধান কারণ কি ?

উত্তর– ভাইরাস


৩১. মানুষের রক্তের গ্রুপে pH এর মাত্রা কত ?

উত্তর– ৭.৩৫ থেকে ৭.৪


৩২. নিউমোনিয়া রোগ কোথায় হয় ?

উত্তর– ফুসফুসে


৩৩. টিউবার কিউলোসিস শরীরের কোন অংশে হয় ?

উত্তর– ফুসফুসে


৩৪. কোন ওষুধটি এখন AIDS রোগীদের জন্য ব্যবহার করা হয় ?

উত্তর- এজিডোথাইমেডিন


৩৫.  পেনিসিলিন ওষুধটি তৈরি করা হয় কোথা থেকে ?

উত্তর– ভাইরাস থেকে


৩৬. জীবদেহে শক্তির উৎস কি ?

উত্তর-  খাদ্য


৩৭. জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়ার উপাদান কি ?

উত্তর– উৎসেচক


৩৮. পুষ্টিকে দেহের কি প্রকার বিপাক বলা হয় ?

উত্তর- উপচিতি বিপাক 

৩৯. মনোস্যাকারাইড জাতীয় কয়েকটি সরল শর্করার নাম কি ?

 উত্তর– গ্লুকোজ, ফ্রুকটোজ, গ্যালাকটোজ ইত্যাদি


৪০. কোন ফলে ভিটামিন 'সি' সবচেয়ে বেশী ?

উত্তর- আমলকী





No comments:

Post a Comment