Gk question answer in Bengali Part- 13 |History GK|All competitive exams questions answer |
Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 13 : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 13 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
১. রাজ্যের মুখ্যমন্ত্রিকে কে নিযুক্ত করেন ?
উত্তর:- রাজ্যের রাজ্যপাল
২. রাজ্যের রাজ্যপালগণকে কে নিযুক্ত করেন ?
উত্তর:- ভারতের রাষ্ট্রপতি
৩. ভারতে সর্বপ্রথমে কত সালে পরমাণু বোমা পরীক্ষা করা হয়েছিল?
উত্তর:- ১৯৭৪ সালে
৪. ভারতের কেন্দ্রীয় ব্যাংকিং সংস্থার নাম কী ?
উত্তর:- ভারতের রিজার্ভ ব্যাংক
৫. ভারতের আর্থিক বছর কোন সময়কালের ?
উত্তর:- ১ এপ্রিল থেকে পরের বছর ৩১ মার্চ পর্যন্ত
৬. এ পর্যন্ত মোট কয়টি পদ্মবার্ষিকী অর্থনৈতিক পরিকল্পনা সমাপ্ত হয়েছে?
উত্তর:- নয়টি
৭. ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল ?
উত্তর:- ১৯৫০ সালে
৮. ভারতে শহীদ দিবস প্রতি বছর কবে পালিত হয় ?
উত্তর:- ৩০ জানুয়ারি
৯. হাতিগুম্ফা প্রশস্তি কোন রাজা সম্পর্কে দেখা হয়েছিল ?
উত্তর:- রাজা খারবেল
১০.চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রি কে ছিলেন?
উত্তর:- চাণক্য বা কৌটিল্য
১১. চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কোন্ গ্রীক দূত এসেছিলেন?
উত্তর:- মেগাস্থিনিস
১২. মহেআোদাড়ো কথাটির অর্থ কী?
উত্তর: মৃতের স্তূপ
১৩. অশোকের সময় সাম্রাজ্যের নাম কি ছিল?
উত্তর: মগধ সাম্রাজ্য
১৬. সম্রাট অশোক কোন্ বংশের রাজা ছিলেন ?
উত্তর:- মৌর্যবংশ
১৭. মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্য
১৮. কোন্ ইউরোপীয় শক্তি সর্বপ্রথমে ভারতে সাম্রাজ্য গড়েছিল?
উত্তর:- গ্রীক
১৯.সিন্ধু সভ্যতার নিদর্শন সর্বপ্রথমে কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
উত্তর:- হরপ্পায়
২০.প্রাচিনতম বেদ কোনটি?
উত্তর:- শুকবেদ
২১. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
উত্তর:- বেদ
২২. আর্যদের ভাষা বা বৈদিক ভাষা কোনটি?
উত্তর:- সংস্কৃত
২৩. বর্তমানে ব্যবহৃত কোন ধাতু সিন্ধু সভ্যতার যুগে ব্যবহার ছিল না ?
উত্তর:- লোহা
২৪. দয়ারাম সাহানী কোন স্থানের খননের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর:- হরপ্পা
২৫. নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- মহাপদ্ম নন্দ
২৬. বৌদ্ধদের প্রধান তিনটি স্তম্ভের নাম কী ?
উত্তর:- বুদ্ধ, ধর্ম এবং সংঘ
২৭. বৌদ্ধদের দুটি শাখার নাম কী?
উত্তর:- মহাযান এবং হীনবান
২৮. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর:- ত্রিপিটক
২৯. বৈদিক যুগের বিখ্যাত মহাকাব্যগুলি কী?
উত্তর:- রামায়ণ ও মহাভারত
৩০. কবি জয়দের কোন 'রাজার সভাকবি ছিলেন?
উত্তর:- লক্ষ্মণ সেন
No comments:
Post a Comment