GK questions answer in Bengali Part-14 |Science GK|
Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 14 : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 14 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
১. মানব দেহের ত্বকের সব থেকে উপরের অংশকে কি বলে ?
উত্তর:- এপিডারমিস
২. স্যাকারিন কোন দ্রব্যের একটি উপজাত দ্রব্য ?
উত্তর: কয়লা
৩. পেট্রোলিয়াম তেল কি ধরনের জ্বালানী ?
উত্তর- জীবাশ্ম জ্বালানী
৪. পরিবেশে কোন্ গ্যাস বেশি নির্গত হওয়ার কারণে পরিবেশ দূষণ ত্বরান্বিত হচ্ছে?
উত্তর:- কার্বন ডাইঅক্সাইড
৫. কত সালে সর্বপ্রথম মানুষ চাঁদে পদার্পণ করেছেন?
উত্তর:- ১৯৬৯ সালে
৬. “আলটিমিটার” দ্বারা কী মাপা হয় ?
উত্তর:- উচ্চতা
৭. গ্রামাফোন যন্ত্রের আবিষ্কারক কে?
উত্তর:- টমাস আলভা এডিসন
৮. মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কারক কে?
উত্তর:- উইলিয়াম হার্ভে
৯. কোন ব্যক্তি সর্বপ্রথমে মহাকাশে ভ্রমণ করেছিলেন?
উত্তর:- ইউরি গ্যাগারিন
১০. ভারতের রাকেশ শর্মা কত সালে অন্তরীক্ষে ভ্রমণ করেছেন?
উত্তর:- ১৯৮৪ সালে
১১. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ “আর্যভট্ট” কত সালে অন্তরীক্ষে প্রেরণ করা হয়েছিল ?
উত্তর:- ১৯৭৫ সালে
১৫. ভারতের মিসাইল উৎক্ষেপন পরীক্ষা কেন্দ্র কোন্ রাজ্যে রয়েছে?
উত্তর:- ওড়িশা
১৬. ভারতের শ্রীহরিকোটা মহাকাশ যান উৎক্ষেপন কেন্দ্র কোন রাজ্যে ?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ
GK questions answer in Bengali Part-14 | History GK|
১৭.বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেছিলেন ?
উত্তর:- রাজা ধর্মপাল
১৮.আইহোল প্রশস্তি কোন রাজার সম্পর্কে ছিল ?
উত্তর:- দ্বিতীয় পুলকেশি
১৯. বাংলার গৌড় রাজ্যের রাজা শশাংকের রাজধানি কোথায় ছিল?
উত্তর:- কর্ণসুবর্ণ
২০. পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর :- ধর্মপাল
২১. হিউ-এন-সাঙ কার রাজসভায় এসেছিলেন ?
উত্তর:- সম্রাট বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত
২২. কুষাণ রাজাদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন?
উত্তর:- কণিষ্ক
২৩. জৈনদের দুটি বিভাগের নাম কী ?
উত্তর:- শ্বেতাম্বর এবং দিগম্বর
২৪. কোন্ গুপ্ত সম্রাটকে কবি-রাজ বলা হয় ?
উত্তর:- ক্ষুদ্রগুপ্ত
২৫. চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর:- রাজেন্দ্র চোল
২৬. বুদ্ধচরিত বইটি কার লেখা?
উত্তর:- অশ্বঘোষ
২৭.আয়ুর্বেদ শাস্ত্রের রচয়িতা কে ছিলেন?
উত্তর:- চরক
২৮. চোল রাজবংশের রাজধানি কোথায় ছিল?
উত্তর:- তাঞ্জর
২৯.বাংলার কোন্ রাজা কৌলিন্য প্রথা চালু করেছিলেন?
উত্তর:- বল্লাল সেন
৩০. বাংলার কোন্ রাজা ত্রিশক্তি সংগ্রামে যুক্ত হয়েছিলেন?
উত্তর:- শশাংক
৩১. আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয়েছিল ?
উত্তর:- ব্যাবিলন
৩২. আংকরভাট মন্দিরটি কোন্ দেশে রয়েছে?
উত্তর:- কম্বোডিয়া
GK questions answer in Bengali Part-14 |Geography GK|
৩৩. পৃথিবীর কক্ষপথের মোট দৈর্ঘ্য কত?
উত্তর:- ৯৬ কোটি কিমি
৩৪. ডোলেরাইট কী জাতীয় শিলা ?
উঃ:- উপ-পাতালিক শিলা
৩৫. ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো ?
উঃ:- ব্যারেন
৩৬. পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প কোন্ দেশে হয়?
উত্তর:- জাপানে
৩৭. মায়ানমারের পূর্বের মালভূমিটির নাম কী?
উত্তর:- শান মালভূমি
৩৮. ভারতের প্রথম আধুনিক কাপড়ের কল কোথায় তৈরি হয় ?
উত্তর: মুম্বাই
৩৯. তুতিকোরিন বন্দরক্সিট কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর:- তামিলনাডু
৪০. বায়ুমণ্ডলের কোন্ স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
উত্তর:- আয়নোস্ফিয়া
৪১. আগুলহাস স্রোত দেখা যায় কোন মহাসাগরে ?
উত্তর:- ভারত মহাসারে
৪২. আকাশে বিদ্যুৎ ক্ষরণ হলে বাতাসে কোন যৌগ সৃষ্টি হয়?
উঃ: নাইট্রোজেনের
৪৩. নীলগিরির উচ্চতম স্থানের নাম কি ?
উত্তর:- মহেন্দ্রগিরি
৪৪. লুনি নদীর উৎসস্থল কোথায় ?
উত্তর:- আনাসায়ার হ্রদ
৪৫. মহারাষ্ট্রের লোনার হ্রদ কিসের ফলে সৃষ্ট হ্রদ ?
উত্তর:- উল্কাপাতের
৪৬. লেনা নদীর উৎসস্থল—কোথায় ?
উত্তর:- বৈকাল হ্রদ
৪৭. রাজস্থানের পুষ্কর হ্রদ কোন জলের হ্রদ ?
উত্তর:- লবণাক্ত জলের
৪৮. পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ কোনটি ?
উত্তর:- সিয়াচেন
৪৯. পৃথিবীর আকৃতি কি প্রকৃতির ?
উত্তর:- অভিগত গোলাকার
৫০. হিমাচলের একটি গুরুত্বপূর্ণ পর্বতশ্রেণি এর নাম কি?
উত্তর:- মুসৌরি
No comments:
Post a Comment