G.k questions Answer in Bengali Part- 12 | Bayology (জীববিদ্যা) McQ | primary Tet | All competitive exams |
১. রাফাইডস নীচের কোন ধরনের যৌগ?
(ক) নাইট্রোজেন যৌগ
(খ) ক্যালসিয়াম অক্সালেট কেলাস
(গ) ক্যালসিয়াম কার্বোনেট
(ঘ) কোনটাই নয়
উঃ- (খ) ক্যালসিয়াম অক্সালেট কেলাস
২. হরিতকীর রেচন পদার্থকে কি বলে?
(ক) গদ
(খ) তরুক্ষীর
(গ) রজন
(ঘ) কোনটাই নয়
উত্তর- (গ) রজন
৩. মানুষের রেচন অঙ্গ ?
(ক) বৃক্ক
(খ) ফুসফুস
(ঘ) ত্বক
উত্তর- (ক) বৃক্ক
৪. অ্যামিবার রেচন অঙ্গ হচ্ছে-
(ক) ফ্রেমকোষ
(খ) নেফ্রেডিয়া
(গ) সংকোচী গহ্বর
(ঘ) কোনটাই নয়।
উঃ (গ) সংকোচী গহ্বর
৫. স্তন্যপায়ী প্রাণীর জরাযুক্ত ভ্রূণকে কি বলে?
(ক) লার্ভা
(খ) শিশু
(গ) শুক্রকীট
(ঘ) কোনটাই নয়।
উত্তর- (ঘ) কোনটাই নয়
৬. ইউগ্লিনার চলন কোন প্রকৃতির ?
(ক) অ্যাবিয়েড চলন
(খ) সিলিয়ারী চলন
(গ) ফ্লাজেলারী চলন
(ঘ) হামাগুড়ী চলন
উঃ- (গ) ফ্ল্যাজেলারী চলন
৭. প্যারামোসিয়ামের গমন অঙ্গের নাম কি?
(ক) ক্ষণপদ
(খ) সিলিয়া
(গ) নলীপদ
(ঘ) ফ্ল্যাজেলা
উঃ- (খ) সিলিয়া
৮. জীবদেহের নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক যৌগ যা দেহের জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে কি বলে ?
(ক) হরমোন
(খ) অনুঘটক
(গ) পাচক রস
(ঘ) রেচন দ্রব্য
উঃ- (ক) হরমোন
৯. নীচের কোনটি লুপ্তপ্রায় অঙ্গ ?
(ক) বৃক্ক
(খ) যকৃৎ
(গ) কোনটিই নয়
(ঘ) অ্যাপেনডিক্স
উঃ- (ঘ) অ্যাপেনডিক্স
১৩. দ্বি-রাশিক নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন কে?
(ক) মেয়ার
(খ) লিনিয়াস
(গ) হেকেল
(ঘ) লিভকার্ট
উঃ (খ) লিনিয়াস
১৪. 'সিস্টেমা ন্যাচুরি'র লেখক কে?
(ক) লিভকার্ট
(খ) লিনিয়াস
(গ) হেকেল
(ঘ) মেয়ার
উঃ- (খ) লিনিয়াস
১৫. মানুষের বৈজ্ঞানিক নাম কি?
(ক) Homo snies
(খ) Homo space
(গ) Homo sapiens
(ঘ) Homo sapienss
উঃ- (গ) Homo sapiens
১৬. বাস্তুতন্ত্রের প্রাথমিক উপাদান কোনটি ?
(ক) আলো
(খ) পতঙ্গ
(গ) সবুজ উদ্ভিদ
(ঘ) কৃষক
উঃ- (গ) সবুজ উদ্ভিদ
১৭. টোবাকো মোজাইক রোগ কার নামের অনুকরণে?
(ক) কক
(খ) স্টানলি
(গ) দেলবাক
(ঘ) মেয়ার
উঃ- (খ) স্ট্যানলি
১৮. ভাইরাস হচ্ছে?
(ক) প্রোক্যারিওটিক
(খ) অকোষীয় জীব
(গ) ইউক্যারিওটিক
(ঘ) কোষীয় জীব
উঃ- (খ) অকোষীয় জীব
১৯. নীচের কোন রোগটি ভাইরাস ঘটিত?
(ক) আমাশয়
(খ) এনকেফ্যালাইটিস
(গ) প্রেগ
(ঘ) প্যারাটাইফয়েড
উঃ- (গ) এনকেফ্যালাইটিস।
No comments:
Post a Comment