Gk questions answer in Bengali Part-15 | Biology McQ | primary Tet|
Gk ও question& answer পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর) খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেনারেল নলেজ জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK for All Comparative exam in Bengali) Part – 15 : এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে(GK) প্রশ্ন ও উত্তর – General Knowledge GK in Bengali Part – 15 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
১. অধিকাংশ উদ্ভিদ ভাইরাস হচ্ছে ?
(ক) DNA
(খ) অ্যাসিড
(গ) উৎসেচক
(ঘ) RNA
উঃ- (ঘ) RNA
২. অধিকাংশ প্রাণী-ভাইরাস হচ্ছে---
(ক) DNA
(খ) কার্বহাইড্রেট
(গ) RNA
(ঘ) স্নেহ পদার্থ
উঃ- (ক) DNA
৩. গয়টার যে অঙ্গে হয় তার নাম--
(ক) যকৃত
(খ) অ্যাশ
(গ) থাইরয়েড
(ঘ) বৃক্ক
উঃ (গ) থাইরয়েড
৪. সর্দিকাশির উপশমে ব্যবহৃত ওষুধ হল---
(ক) বেলেডোনা
(খ) কোকাইন
(গ) এফিড্রিন
(ঘ) অ্যাক্টোপিন
উঃ- (গ) এফিড্রিন
৫. জেনেটিক কোডের আবিষ্কর্তা কে?
(ক) ডঃ এস স্বামীনাথন
(খ) ডঃ রোনাল্ড র
(গ) ডঃ খোরানা
(ঘ) জোহানসন
উঃ- (গ) ডঃ খোরানা
৫. এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জীবদেহের বৈশিষ্ট্য যার দ্বারা বাহিত হয় তাকে বলে --
(ক) জীন
(খ) ক্রোমোজোম
(গ) রক্ত
(ঘ) কোষ
উঃ- (ক) জীন
৬. কফি প্রস্তুত হয়
(ক) বীজ থেকে
(খ) ছাল থেকে
(গ) ফুল থেকে
(ঘ) পাতা থেকে
উঃ- (ক) বীজ থেকে
৭. লিগুমিনোসি গোত্রের উদ্ভিদ বিশেষ কোন কাজের জন্য সুপরিচিত ?
(ক) জমির উর্বরতা বৃদ্ধি
(খ) সুমিষ্ট ফল
(গ) বড় পাতা
(ঘ) কোনটিই নয়
উঃ- (ক) জমির উর্বরতা বৃদ্ধি
৮. কোন প্রাণী মাটির উর্বরতা বৃদ্ধি করে?
(ক) সাপ
(খ) কেঁচো
(গ) কচ্ছপ
(ঘ) পতঙ্গ
উত্তর:- (খ) কেঁচো
৯. জীবদেহে রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কারক কে?
(ক) রবার্ট হুক
(খ) সিম্পসন
(গ) ডঃ উইলিয়াম হার্ভে
(ঘ) টমসন
উঃ- (গ) ডঃ উইলিয়াম হার্ভে
১০. রুই মাছ হচ্ছে--
(ক) মিষ্টি জলের মাছ
(খ) মিষ্টি ও নোনা উভয় জলেই হয়।
(গ) নোনা জলের মাছ
(ঘ) কোনটিই নয়
উঃ- (ক) মিষ্টি জলের মাছ
১১. পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলে ?
(ক) এন্টামোলজি
(খ) এরিওস্থলোজি
(গ) অ্যাভিলজি
(ঘ) কোনটাই নয়
উঃ- (ক) এন্টামোলজি
১২. যে সব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদেরকে কি বলে ?
(ক) আইসোফাইট
(খ) ক্রায়োফাইট
(গ) হ্যালফাইট
(গ) হাইড্রোফাইট
উঃ- (খ) ক্রায়োফাইট
১৩. গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগস্থলের নাম হল--
(ক) গলবিল
(খ) মুখবিবর
(গ) শ্বাসনালী
(ঘ) কোনটাই নয়
উঃ- (ক) গলবিল
১৪. ভ্যাকসিনেশনের আবিষ্কারক কে?
(ক) লুই পাস্তর
(খ) জেলার
(গ) কেউই নয়
(ঘ) গ্রেগর মেন্ডেল
উঃ- (খ) জেনার
১৫. কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটির নাম ?
(ক) অক্সিন
(খ) সাইট্রোকাইনিন
(গ) জিব্বারেলিন
(ঘ) কোনটিই নয়
উঃ- (খ) জিব্বারেলিন
১৬. কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কোনটি থাকে ?
(খ) কার্বহাইড্রেট
(ক) প্রোটিন
(গ) স্নেহপদার্থ
(ঘ) ক্ষার
উঃ- (ক) প্রোটিন
১৭. জীবাশ্ম ঘটিত উদ্ভিদচর্চাকে বলে--
(ক) প্যালিও উদ্ভিদবিদ্যা
(খ) প্যালিওনটোলজি
(গ) দুটোই
(ঘ) কোনটাই নয়
উঃ- (ক) প্যালিও উদ্ভিদবিদ্যা
১৮. DNA-এর দ্বিতান্ত্রিক প্যাচালো গঠনের প্রবক্তা কে?
(ক) শ্লেইডন
(খ) ওয়াটসন ও ক্রিক
(গ) লিনিয়াস
( ঘ ) ডি ভ্রিস
উঃ- (খ) ওয়াটসন ও ক্রিক
১৯. মানবদেহের সমস্ত কার্য যে তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় তাকে কি বলে?
(ক) স্নায়ুতন্ত্র
(খ) সংবহন তন্ত্র
(গ) পেশীতত্ত্ব
(ঘ) গঠন
উঃ- (ক) স্নায়ুতন্ত্র
২০. ত্বকের অনুভূতির সংগ্রাহক হল—
(ক) এপিডারমিস
(খ) কোনটাই নয়
(গ) এক্সোডারমিস
(ঘ) এন্ডোডারমিস
উঃ- (ক) এপিডারমিস
২১. চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব হল---
(ক) অসদ
(খ) সদ
(গ) সদ অবশীর্ষ
(খ) সাদ, সমশীর্ষ
উত্তর:- (গ) সদ্ অবশীর্ষ
২২. ডায়াবেটিস রোগে আক্রান্ত অঙ্গ হচ্ছে-
(ক) অগ্ন্যাশয়
(খ) যকৃৎ
(গ) প্লীহা
(ঘ) কোনটাই নয়
উঃ- (গ) প্লীহা
২৩. প্রাণী কোষের স্বাভাবিক কাজগুলো সম্পাদন করার জন্য কি প্রয়োজন?
(ক) খাদ্য
(খ) অক্সিজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) রক্ত
উঃ- (ক) খাদ্য
No comments:
Post a Comment